ধুনট (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার ধুনটে শেষ হয়েছে তিনদিন ব্যাপী তাবলীগী ইজতেমা। শনিবার (৭ ডিসেম্বর) দুপুরে আখেরি মোনাজাতের মধ্যদিয়ে ইজতেমাটি শেষ হয়। এর আগে বৃহস্পতিবার আম বয়ানের মধ্যদিয়ে উপজেলার কালেরপাড়া ইউনিয়নের সরুগ্রাম উচ্চ বিদ্যালয়ের সামনে বিশাল মাঠে ৪৬ তম এ ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হয়।
প্রতিবারের ন্যায় এবারও ইজতেমায় বিদেশী তাবলীগের সাথীসহ দেশের বিভিন্ন জেলার ধর্মপ্রাণ মুসলমানগন অংশ গ্রহন করে। শনিবার দুপুর ১২টা ১০ মিনিটে মোনাজাত শুরু হয়ে শেষ হয় ১২টা ২৫ মিনিটে। ১৫ মিনিটে দেশ ও জাতীর কল্যানে মোনাজাত করেন ঢাকাস্থ কাকরাইলের মেহমান মাওলানা সামছুদ্দিন সাহেব। এর আগে আরবীয় মেহমানের আলোচনার বাংলা তর্জমা পেশ করেন মাওলানা আব্দুল হাই সাহেব।
ইজতেমার আয়োজক কমিটির সূরা সদস্য হুমায়ন কবির জানান, ঢাকার কাকরাইল মসজিদের তত্বাবধায়নে গত বৃহস্পতিবার বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে সরুগ্রাম বিশ্ব ইজতেমা শুরু হয়। প্রতি বছরের ন্যায় এ বছরেও ইজতেমায় থাইল্যান্ড, সৌদি আরব, মরক্ক ও আরবের আরো কয়েকটি জামাত এবং দেশের বিভিন্ন স্থান থেকে ধর্মপ্রাণ মুসল্লিগণ তিনদিন ময়দানে অবস্থান করেছিল। শনিবার আখেরী মোনাজাতের মধ্যদিয়ে ইজতেমা শেষ হয়েছে।