সর্বশেষ সংবাদ
Home / খেলাধুলা / অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে বাংলাদেশ-ভারত ফাইনাল আজ

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে বাংলাদেশ-ভারত ফাইনাল আজ

শেরপুর নিউজ ডেস্ক: অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ দল। গত বছর স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতকে ১৯৫ রানের বিশাল ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো ‘এশিয়ার সেরা’ হওয়ার গৌরব অর্জন করেছিলেন লাল-সবুজরা। তাদের সামনে এবার শিরোপা ধরে রাখার লড়াই। চলতি যুব এশিয়া কাপে সেমিফাইনালে পাকিস্তানকে রীতিমতো উড়িয়ে দিয়ে শিরোপা নির্ধারণী মঞ্চে পা রেখেছে বাংলাদেশ দল। শিরোপা জয়ের পথে তাদের বাঁধা ভারত।

আজ রবিবার (৮ ডিসেম্বর) শিরোপা লড়াইয়ে মুখোমুখি হবে এই দুই প্রতিবেশী দেশ। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা ১১টায় ম্যাচটি শুরু হবে। বাংলাদেশের লক্ষ্যশিরোপা ধরে রাখা আর ভারত নামবে শিরোপা পুনরুদ্ধারে।

যুব এশিয়া কাপ শুরু হয়েছে ১৯৮৯ সাল থেকে। বাংলাদেশ প্রথমবার টুর্নামেন্টের ফাইনাল খেলেছিল ২০১৯ সালে। সেবার শ্রীলংকার আর প্রেমাদাসা স্টেডিয়ামে তারা ভারতের কাছে ৫ রানে হেরে রানার্সআপ হয়েছিল। এরপর ২০২৩ আসরে সংযুক্ত আরব আমিরাতকে উড়িয়ে দিয়ে প্রথমবার এশিয়া কাপের শিরোপা নিজেদের করে নেয় বাংলাদেশ। অন্যদিকে যুব এশিয়া কাপের সবচেয়ে সফল দল ভারত। আগের ১০ আসরের মধ্যে ৭ বার চ্যাম্পিয়ন ও একবার পাকিস্তানের সঙ্গে শিরোপা ভাগাভাগি করেছে তারা।

সংযুক্ত আরব আমিরাতে চলমান যুব এশিয়া কাপে বাংলাদেশ ছিল ‘বি’ গ্রুপে। আফগানিস্তানকে হারিয়ে তারা টুর্নামেন্ট শুরু করেছিল। এরপর দ্বিতীয় ম্যাচে জয় পেয়েছিল নেপালের বিপক্ষে। তবে গ্রুপপর্বের শেষ ম্যাচে শ্রীলংকার কাছে হেরেছিল বাংলাদেশ। গ্রুপপর্বে রানার্সআপ হয়ে সেমিফাইনালে ওঠা বাংলাদেশের সামনে আরও একবার শিরোপায় চুম্বন এঁকে দেওয়ার হাতছানি। অন্যদিকে ‘এ’ গ্রুপে থাকা ভারতও গ্রুপপর্বে রানার্সআপ হয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছিল। শেষ চারে তারা শ্রীলংকাকে ৭ উইকেটে হারিয়ে শিরোপা নির্ধারণী মঞ্চে নাম লিখিয়েছে। এমনিতেই বাংলাদেশ ও ভারত ম্যাচ মানেই এখন গোলাবারুদের গন্ধ! দুবাইয়ে আজ এশিয়া কাপের ফাইনালে দারুণ লড়াইয়ের আভাসই যেন দিচ্ছেন আজিজুল হাকিম তামিম ও মোহামেদ আমানের দল।

Check Also

আয়ারল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ নারী ক্রিকেট দল

শেরপুর নিউজ ডেস্ক: ওয়ানডেতে দাপট দেখিয়েছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। আয়ারল্যান্ডকে ৩-০ তে হোয়াইটওয়াশ করেছিল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 + 7 =

Contact Us