শেরপুর নিউজ ডেস্ক:
চলতি বছরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে নওগাঁয়। তাপমাত্রা ৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। শনিবার (৭ ডিসেম্বর) সকাল থেকেই ঘন কুয়াশা আর হিম বাতাস বইছে এ জনপদে। তীব্র ঠান্ডা অনুভূত হচ্ছে।
নওগাঁ বদলগাছী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, তাপপ্রবাহ কমে আসার সঙ্গে রাতে ঘনকুয়াশা থাকছে। চলতি মাসের দ্বিতীয় সপ্তাহের পর তাপমাত্রা আরো কমে আসতে পারে।
চলতি মাসের প্রথম সপ্তাহ থেকেই নওগাঁর তাপমাত্রা কম শুরু করে। ফলে কনকনে শীতে বিপাকে পড়েছেন নিম্নআয়ের মানুষ।
এদিকে, জেলা প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত গরম কাপড় সরবরাহ করা হয়নি। নওগাঁ জেলা প্রশাসক আব্দুল আওয়াল বলেন, আমরা ৫০ হাজার পিস কম্বল দরিদ্র মানুষের মাঝে বিতরণের জন্য প্রস্তত করছি।
অন্যদিকে, আবারো বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আগামী ২৪ ঘণ্টার মধ্যে দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যাঞ্চলে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। শনিবার (৭ ডিসেম্বর) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক এ তথ্য জানান।
আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘণ্টার মধ্যে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে ভোর পর্যন্ত দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাতের এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।