সর্বশেষ সংবাদ
Home / অপরাধ জগত / পাবনায় ওয়াজ মাহফিলে ছুরিকাঘাতে যুবক নিহত

পাবনায় ওয়াজ মাহফিলে ছুরিকাঘাতে যুবক নিহত

শেরপুর নিউজ ডেস্ক:

পাবনায় ওয়াজ মাহফিলে কথা কাটাকাটিকে কেন্দ্র করে ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন এবং আহত হয়েছেন দুইজন।

শুক্রবার (০৬ ডিসেম্বর) রাত ৮টার দিকে পাবনা সদর উপজেলার চরঘোষপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিমুল (২১) চর ঘোষপুর গ্রামের শাহীন হোসেনের ছেলে। তিনি পাবনা জিলা স্কুলের এসএসসি ২২ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। আহতরা একই এলাকার কাওসার (১৯) ও দিসার আলী (২০)।

ওসি বলেন, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে শান্ত (২৮) নামে একজনকে আটক করা হয়েছে।

পুলিশ জানায়, সদর উপজেলার চরঘোষপুর গ্রামে একটি ওয়াজ মাহফিল চলছিল। মাহফিলের প্যান্ডেলের বাইরে বসা মেলার মধ্যে কয়েকজন যুবকের মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। এ সময় তিনজন আহত হয়। এর মধ্যে শিমুলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পাবনা জেনারেল হাসপাতাল থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। তবে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে চিকিৎসা নেবার আগেই মারা যায় শিমুল।

এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, মাহফিলের প্যান্ডেলের বাইরে তর্কের জেরে এ ঘটনা ঘটে। আহত তিনজনের মধ্যে একজন মারা গেছেন। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ওসি আরও জানান, নিহত শিমুলের ময়নাতদন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে সম্পন্ন হবে। পরিবারের পক্ষ থেকে এখনও মামলা হয়নি।

Check Also

৮ হাজার শিক্ষার্থীর বিরুদ্ধে পুলিশের মামলা

শেরপুর নিউজ ডেস্ক: ভাঙচুর ও গুলিভর্তি ম্যাগাজিন চুরির অভিযোগে রাজধানীর যাত্রাবাড়ীতে অবস্থিত ড. মাহবুবুর রহমান …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − two =

Contact Us