শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ার গাবতলীতে পানি সেচ প্রকল্প নিয়ে বিরোধের জেরে সজল নামের এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। এঘটনায় আরও ২ কৃষক আহত হয়েছেন।
রোববার (৮ ডিসেম্বর) সকালে উপজেলার সুখানপুকুর ইউনিয়নের তেলিহাটা দক্ষিণপাড়া এলাকায় এঘটনা ঘটনা। নিহত সজল মিয়া (৪৫) তেলিহাটা দক্ষিণপাড়া এলাকার মহির উদ্দিন খোকার ছেলে।
আহতরা হলেন, একই এলাকার নুরুল ইসলামের ছেলে সোহেল (৩৫) ও রুবেল (৪৫)। তারা দুইজন বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাদের অবস্থা আশংকাজনক।
এসব তথ্য নিশ্চিত করেছেন গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিক ইকবাল।
স্থানীদের বরাতে পুলিশের এই কর্মকর্তা জানান, সকালে তেলিহাটা গ্রামে সজলের সঙ্গে সিরাজ ও তার ছেলে জনির তুচ্ছ ঘটনা নিয়ে দ্বন্দ্ব বাধে। এ সময় দু পক্ষের মারামারি শুরু হলে ধাড়ালো অস্ত্রের আঘাতে সজল ঘটনাস্থলে নিহত হন। আর ধারালো অস্ত্রের আঘাতে সোহেল ও রুবেল আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নিয়ে হাসপাতালে ভর্তি করায়। এঘটনা জানাজানি হলে ক্ষোভে নিহতের স্বজনরা অভিযুক্তদের ঘর বাড়ি ভাংচুর ও আগুন লাগিয়ে দেয়।
ওসি আশিক ইকবাল আরো বলেন, নিহত সজলের মরদেহ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করতে পুলিশ কাজ করছে।