শেরপুর নিউজ ডেস্ক:
সরকার নির্ধারিত মূল্য অপেক্ষা অধিক মূল্যে সরিষা ও ভুট্টার বীজ বিক্রয়ের অপরাধে বগুড়ায় সোনালী ট্রেডার্সকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে৷ রবিবার দুপুরে শহরের চকযাদু রোড এলাকায় ভোক্তা অধিকার অভিযান চালিয়ে এ জরিমানা করেন৷ অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মেহেদী হাসান। এসময় অভিযানে সহযোগিতা করেন সদর কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, জেলা টাস্কফোর্স কমিটির সদস্য ও জেলা পুলিশের সদস্যরা।
ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মেহেদী হাসান বলেন, সরকার নির্ধারিত মূল্য অপেক্ষা অধিক মূল্যে সরিষা ও ভুট্টার বীজ বিক্রয় করে আসছিল সোনালী ট্রেডার্স। এ অপরাধে ওই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।