সর্বশেষ সংবাদ
Home / বিনোদন / বুবলীর সঙ্গে দ্বন্দ্ব নিয়ে মুখ খুললেন পরীমণি

বুবলীর সঙ্গে দ্বন্দ্ব নিয়ে মুখ খুললেন পরীমণি

শেরপুর নিউজ ডেস্ক:

কিছুদিন আগে ঢাকাই সিনেমার আলোচিত দুই নায়িকা পরীমণি ও শবনম বুবলী সামাজিক যোগাযোগমাধ্যমে ভার্চুয়াল-যুদ্ধে মেতে ওঠেন। পরীর অভিযোগ ছিল, তার সন্তানকে নিয়ে বানানো ভিডিও নকল করে নিজের সন্তানের জন্য বানিয়েছেন বুবলী। অভিযোগের জবাব দিতে দেরি করেননি বুবলীও। তিনি জানান, কারোটাই কপি করেননি তিনি।

দুই নায়িকার সেই কথার লড়াইয়ে একটা সময় যোগ দেন বুবলীর বড় বোন গায়িকা নাজনীন মিমি। যিনি পরোক্ষভাবেই পরীকে ইঙ্গিত করে ফেসবুকে কিছু মন্তব্য করেন। যা শুনে আরও ক্ষেপে ওঠেন পরীমণি।

সেই ঘটনার বহু মাস পেরিয়েছে। তবে সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে বুবলীর সঙ্গে দ্বন্দ্ব নিয়ে পরীমণিকে কথা বলতে দেখা গেছে। যেখানে শুধু বুবলীর সঙ্গে সম্পর্কই নয়, পরী কথা বলেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাসকে নিয়েও।

বুবলীর সঙ্গে ভার্চ্যুয়াল যুদ্ধের ঘটনায় পরী বলেন, ‘বুবলীর বোনকে তো আমি চিনতামই না। উনার বোন যখন একটা বাজে স্ট্যাটাস দিচ্ছে, এসব যখন আবার আমার লোকজন আমাকে দেখাচ্ছে, তখন তো বিষয়টা দুঃখজনক। যার সাথে আমার কথা হচ্ছে, তারই আমাকে বলা উচিত। আমার সবকিছু আমাকেই জবাব দিতে হয়েছে। আমার তো আর কেউ নাই। থাকলেও অবশ্য আমিই কথা বলতাম। কারণ, সমস্যাটা যেহেতু আমার। এখানে পরিবারকে টানার কোনো অর্থ তো হয় না। আমার কাছে যেটা আছে, সেটা হচ্ছে সত্যি। এই সত্যিটাই আমার শক্তি।’

পরীমণি বলেন, ‘আপনি (শবনম বুবলী) আমাকে ডাকবেন, আসো তো পরী, কী হয়েছে। চলো বসি, কী হয়েছে দেখি। তা না করে আপনার ভাইবোন চৌদ্দগুষ্টি নিয়ে আমার গলা চেপে ধরবেন!’

কারো মতে, পরীমণি ও বুবলী কিছু একটা পোস্ট করলে তা একে অপরকে ইঙ্গিত করেই করেছেন। তবে পরীর দাবি, তার এসব দেখার সময়ই নেই।

অভিনেত্রী বললেন, ‘আমি দেখতামই না তিনি কী করেছেন। আমার শুভাকাঙ্ক্ষীদের কেউ যখন বলত, এমনটা হয়েছে, পাঠালে তখন দেখা হতো, এই যা। এর বাইরে আর কিছু না।’

বুবলীর সঙ্গে পরীমণির সম্পর্কের তিক্ততা যখন সামনে আসে, তখন অনেকে ভেবেছিলেন অপু বিশ্বাস ইন্ধন জোগাচ্ছেন। এ প্রসঙ্গে নায়িকার ভাষ্য, ‘অপুদির (অপু বিশ্বাস) সঙ্গে তো আমার এত খাতির নাই। আড্ডাবাজির সম্পর্কও না। অপুদি কী রান্না করছ, খেতে আসতেছি, এই ধরনের সম্পর্ক তো মোটেও না। তবে অপুদিকে আমি পছন্দ করি, ভালোবাসি এটা সত্য। কিন্তু উনি আমাকে কতটা পছন্দ করেন, এটা আমি বুঝতে পারি না মাঝেমধ্যে।’

Check Also

আমি প্রেমে পড়ি না, প্রেম আমার ওপর পড়ে-পরীমনি

শেরপুর নিউজ ডেস্ক: ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চু গানে গানে বলেছিলেন ‘আমি তো প্রেমে পড়িনি, প্রেম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 2 =

Contact Us