সর্বশেষ সংবাদ
Home / রাজনীতি / ব্রিটিশ এমপির মন্তব্যে জামায়াতের প্রতিবাদ

ব্রিটিশ এমপির মন্তব্যে জামায়াতের প্রতিবাদ

শেরপুর নিউজ ডেস্ক:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ করেছেন। রবিবার (৮ ডিসেম্বর) ঢাকা ব্রিটিশ হাইকমিশনারের বাসভবনে গিয়ে সাক্ষাৎ করেন তারা।

কয়েক দিন আগে ব্রিটিশ পার্লামেন্টের একজন সদস্য বাংলাদেশ এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী সম্পর্কে বিভ্রান্তিকর ও অসত্য মন্তব্য করেন। রবিবার সাক্ষাৎকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ব্রিটিশ পার্লামেন্টের ওই সদস্যের মন্তব্যের প্রতিবাদলিপি হাইকমিশনারের কাছে হস্তান্তর করা হয়।

প্রতিবাদলিপিতে জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে, সাক্ষাৎকারটি অত্যন্ত সৌহার্দ্য ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সাক্ষাৎকালে বাংলাদেশের উন্নয়ন, অগ্রগতি এবং দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদার হবে বলে অভিমত ব্যক্ত করা হয়।

জামায়াতে ইসলামীর প্রতনিধি দলে আরো উপস্থিত ছিলেন- নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, প্রফেসর ড. মাহমুদুল হাসান ও সহকারী সেক্রেটারি জেনারেল এড. এহসানুল মাহবুব জুবায়ের।

Check Also

বিএনপির তিন সংগঠনের ঢাকা টু আগরতলা লংমার্চ আজ

শেরপুর নিউজ ডেস্ক: ভারতে বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, জাতীয় পতাকার অবমাননার প্রতিবাদে আজ ঢাকা থেকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen + 17 =

Contact Us