সর্বশেষ সংবাদ
Home / পড়াশোনা / ৪৭তম বিসিএসের আবেদন স্থগিত ঘোষণা

৪৭তম বিসিএসের আবেদন স্থগিত ঘোষণা

শেরপুর নিউজ ডেস্ক: ৪৭তম বিসিএসের অনলাইন আবেদন প্রক্রিয়া স্থগিত ঘোষণা করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। সোমবার (৯ ডিসেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান এ তথ্য জানান।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) থেকে অনলাইনে এ আবেদন প্রক্রিয়া শুরু হওয়ার কথা ছিল। তবে মাত্র কয়েক ঘণ্টা আগে তা স্থগিতের ঘোষণা দিলো পিএসসি।

তবে ঠিক কী কারণে এ আবেদন প্রক্রিয়া স্থগিত করা হয়েছে তাৎক্ষণিক তা জানাতে পারেননি পিএসসির জনসংযোগ কর্মকর্তা এসএম মতিউর রহমান।

এদিকে পিএসসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪৭তম বিসিএস পরীক্ষা ২০২৪-এর অনলাইন আবেদন ১০ ডিসেম্বর সকাল ১০টা থেকে শুরু হয়ে ৩১ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিটে শেষ হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণে তা স্থগিত করা হলো।

অনলাইনে আবেদন শুরু এবং শেষ হওয়ার সময় ও তারিখ বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) অনুমোদনক্রমে শিগগির জানিয়ে দেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

গত ২৮ নভেম্বর ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী, ৪৭তম বিসিএসের আবেদনপত্র পূরণ ও ফি জমাধান শুরু হওয়ার কথা ছিল ১০ ডিসেম্বর সকাল ১০টায়। শেষ সময় ছিল ৩১ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। তবে তার আগের দিন এ প্রক্রিয়া স্থগিত করা হলো।

Check Also

রাবিতে পোষ্য কোটা বাতিলের দাবিতে বিক্ষোভ

শেরপুার নিউজ ডেস্ক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − 11 =

Contact Us