শেরপুর ডেস্ক: বগুড়ার শেরপুর থানা পুলিশ অভিযান চালিয়ে নাশকতা ও বিস্ফোরক মামলার এজাহার নামীয় আসামী জুলফিকার আলী সনজু (৫২) কে গ্রেফতার করেছে।
তাকে সোমবার (৯ ডিসেম্বর) বেলা ১২টার দিকে শেরপুর উপজেলা পরিষদের সামনে রাস্তা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফকারকৃত জুলফিকার আলী সনজু শেরপুর উপজেলার কুসুম্বী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলার দারুগ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে।
শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, তিনি গত ১৫ নভেম্বর দায়েরকৃত মামলা (জিআর নং ৩১৮) এর এজাহারনামীয় আসামী। তাকে গ্রেফতারের পর আদালতে পাঠানো হয়েছে।