শেরপুর ডেস্ক:
বগুড়ায় অবৈধ চার ইটভাটাকে চার লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে গাবতলী উপজেলার সোনারায় এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়৷ পরিবেশ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে এ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফয়সাল মাহমুদ। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর বগুড়া জেলার পরিদর্শক মাহমুদুল হাসান। অভিযানে পরিবেশ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আহসান সাফীসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
পরিবেশ অধিদপ্তর বগুড়ার পরিদর্শক মাহমুদুল হাসান বলেন, গাবতলী উপজেলায় অবস্থিত অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। এ সময় ইট প্রস্তুতও ভাটা স্থাপন(নিয়ন্ত্রণ) আইন ২০১৯ অনুযায়ী, গাবতলী উপজেলার সোনারায় নামক স্থানে অবস্থিত মেসার্স এম এস এ ব্রিকস নামক অবৈধ ইটভাটাকে এক লাখ, মেসার্স এম এস ডি ব্রিকস নামক অবৈধ ইটভাটাকে এক লাখ, মেসার্স এম বি সি ব্রিকস নামক অবৈধ ইটভাটাকে এক লাখ এবং মেসার্স এ আর এস ব্রিকস নামক অবৈধ ইটভাটাকে এক লাখ টাকা করে জরিমানা করা হয়৷