সর্বশেষ সংবাদ
Home / বগুড়ার খবর / বগুড়ায় ট্রাকচাপায় কলেজ শিক্ষক জহুরুল ইসলাম নিহত

বগুড়ায় ট্রাকচাপায় কলেজ শিক্ষক জহুরুল ইসলাম নিহত

শেরপুর ডেস্ক:
বগুড়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী এক কলেজ শিক্ষক নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যা সাতটার দিকে শহরের গোদারপাড়া সেফওয়ে মোটেলের সামনে বগুড়া- নওগাঁ আঞ্চলিক সড়কে এ দূর্ঘটনা ঘটে।

নিহতের নাম জহুরুল ইসলাম। তিনি জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বানিয়া চাপড় এলাকার মৃত সামস উদ্দিনের ছেলে। তিনি বগুড়ার শিবগঞ্জ বিএল কলেজের প্রভাষক। এসব তথ্য নিশ্চিত করেছেন উপশহর ফাঁড়ির উপপরিদর্শক রমজান আলী।

পুলিশের এই কর্মকর্তা জানান, সন্ধ্যায় মোটরসাইকেলযোগে যাচ্ছিলেন শিক্ষক জহুরুল ইসলাম। সেফওয়ে মোটেলের সামনে একটি ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, মরদেহ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Check Also

অবৈধ মজুদদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে- জেলা প্রশাসক বগুড়া

  শেরপুর ডেস্ক: অবৈধ মজুদের মাধ্যমে সিন্ডিকেট করে যারা বাজার অস্থিতিশীল করছে তাদের বিরুদ্ধে কঠোর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − 14 =

Contact Us