শেরপুর ডেস্ক:
বগুড়ার শেরপুরে বিভিন্ন কর্মসূচি পালনের মধ্যদিয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন করা হয়েছে। ‘দুর্নীতির বিরুদ্ধে তারণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’-এই শ্লোগানকে সামনে রেখে সোমবার (০৯ডিসেম্বর) সকাল সাড়ে দশটায় জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলন এবং বেলুন উড়িয়ে দিবসটিকে ঘিরে আয়োজিত কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশিক খান। উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটি যৌথ উদ্যোগে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি স্থানীয় গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
পরে উপজেলা পরিষদের সামনে দুর্নীতি বিরোধী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এরপর উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি নিমাই ঘোষ।
সভায় অন্যান্যদের মধ্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাজিদ হাসান সিদ্দিকী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. কামরুল হাসান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুবির কুমার পাল, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক এটিএম আব্দুস সাত্তার, সদস্য আলহাজ¦ মাহবুবুল আলম হিরু, গোলাম মোস্তফা, রামকৃষ্ণ মোহন্ত, আফরোজা নার্গিস সাথী, প্রতিভা রানী প্রমূখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি সাংবাদিক মো. আইয়ুব আলী। এসব কর্মসূচিতে সরকারি কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, এনজিও প্রতিনিধি, ব্যবসায়ী, সাংবাদিকসহ নানাশ্রেণী পেশার মানুষ অংশ নেন।