শেরপুর ডেস্ক:
অবৈধ মজুদের মাধ্যমে সিন্ডিকেট করে যারা বাজার অস্থিতিশীল করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা। বিভিন্ন চাকরিজীবী যারা অধিক মুনাফার লোভে আলু থেকে শুরু করে বিভিন্ন পণ্য মজুদ করে রাখে তাদের বিষয়েও তদারকি শুরুর কথা বলেন তিনি।
সোমবার দুপুরে বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে বাজার পরিস্থিতি ও নিরাপদ খাদ্য বিষয়ক মতবিনিময় সভায় তিনি এই কথাগুলি বলেন।
জেলা প্রশাসন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং ক্যাব বগুড়া জেলা কমিটির আয়োজিত সভায় জেলা প্রশাসক ৩০ টাকার আলু কিভাবে খুচরা বাজারে ৮০ টাকা বিক্রি হচ্ছে তা নিয়ে বিস্ময় প্রকাশ করেন। তিনি বলেন, এর জন্যে দায়ী অধিক মুনাফা লোভী ব্যবসায়ীদের সিন্ডিকেট ও হাতবদলের সাপ্লাই চেইন। এমন পরিস্থিতিতে সরকারিভাবে সাধারণ মানুষের মাঝে নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিক্রয়ের উদ্যোগ গ্রহণের পাশাপাশি বাজারের বিকল্প আরেকটি মুক্ত বাজার খোলার বিষয়েও কথা বলেন তিনি। এছাড়াও হিমাগারগুলোতে কারা পণ্য মজুদ রাখছে তার ডাটাবেজ মনিটরিং জোরদার করনেও সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে মর্মে জানান জেলা প্রশাসক হোসনা আফরোজা। বলেন, যার টাকা আছে সেই এখন চিন্তা করে পণ্য মজুদের যে তালিকায় রয়েছে অনেক সরকারি বেসরকারি চাকুরিজীবীরাও। তবে বগুড়ায় অন্তত অবৈধ মজুদ হতে দেয়া হবেনা মর্মে সকলকে তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানান তিনি।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাউল করিমের পরিচালনায় সভায় বগুড়ার একজন শাড়ি ব্যবসায়ী কিভাবে বিনা লাইসেন্সে তেলের ডিলারশিপ নিয়ে ব্যবসা করে যাচ্ছেন তা নিয়ে বিস্ময় প্রকাশ করেন খোদ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান । তিনি বলেন ব্যবসা করলে অবশ্যই ট্রেড লাইসেন্স নিয়েই করতে হবে। এতে করে সরকারের কাছেও একটি তথ্য থাকে কে কি ধরনের ব্যবসাতে যুক্ত রয়েছে। স্বল্প জনবল থাকার কারণে নিজেরা সব জায়গায় যেতে না পারলেও ভোক্তার এই কর্মকর্তা জনমত গঠনে ক্যাবের নেতৃবৃন্দসহ সমাজের সকল সচেতন ব্যক্তিবর্গকে সহযোগিতার কথা বলেন।
এছাড়াও সভায় একদিকে যেমন শিক্ষার্থী প্রতিনিধিরা আক্ষেপের সাথে ঊর্ধ্বমুখী বাজারে তাদের ব্যয়বৃদ্ধির কথা তুলে ধরেন তেমনি অন্যদিকে দ্রুততম সময়ে মজুদদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবী জানান সকল শ্রেণী পেশার মানুষ। মুক্ত আলোচনায় সভায় অন্যান্যদের মাঝে আরও বক্তব্য রাখেন নিরাপদ খাদ্য কর্মকর্তা মো: রাসেল, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবুল হোসেন খান, ক্যাব বগুড়ার সাধারণ সম্পাদক ফৌজিয়া, কলোনি বাজার কমিটির সভাপতি নাহিদ ইসলাম প্রমুখ।