সর্বশেষ সংবাদ
Home / বিনোদন / বিজয় দিবসে বিএনপির কনসার্টে গাইবেন জেমস-জেফাররা

বিজয় দিবসে বিএনপির কনসার্টে গাইবেন জেমস-জেফাররা

শেরপুর নিউজ ডেস্ক: মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে ‘সার্বজনীন কনসার্ট’ আয়োজন করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। এতে পারফর্ম করার কথা রয়েছে দেশবরেণ্য সব সংগীতশিল্পী ও ব্যান্ডের।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাজধানীতে এক সংবাদ সম্মেলনে এ সংক্রান্ত তথ্য জানিয়েছেন সার্বজনীন কনসার্টের আয়োজক সংগঠন ‘সবার আগে বাংলাদেশ’র আহ্বায়ক বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

তিনি বলেন, ‘গত ১৫ থেকে ১৬ বছর বাংলাদেশের মানুষ বিজয় দিবস উদযাপন করতে পারেনি। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের নানা অত্যাচার, অনাচারের মুখে পড়তে হয়েছে। তাই জাতিকে একত্রিত করার মধ্য দিয়ে এবারের বিজয় দিবস পালনের উদ্যোগ নেওয়া হয়েছে।’

বাংলাদেশের নিজস্ব সংস্কৃতিকে লালন করার তাগিদ দিয়ে তিনি বলেন, ‘দিল্লির আনুগত্য করার জন্য বাংলাদেশ স্বাধীন হয়নি। আমরা নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের নিজস্ব সংস্কৃতি তুলে ধরতে চাই এই উদ্দেশ্য নিয়ে আমাদের যাত্রা শুরু করলাম।’

জানা গেছে, কনসার্টে একক গান পরিবেশন করবেন সৈয়দ আব্দুল হাদী, খুরশিদ আলম, কনকচাঁপা, বেবী নাজনীন, মনির খান, কণা, ইমরান, প্রীতম, মৌসুমী ও জেফার।

এছাড়া নগরবাউল, ডিফারেন্ট টাচ, আর্ক, সোলস, শিরোনামহীন, আর্টসেল, অ্যাভয়েড রাফা ও সোনার বাংলা সার্কাসেরও পারফর্ম করার কথা রয়েছে।

১৬ ডিসেম্বর বিকেল ৩টা থেকে মানিক মিয়া অ্যাভিনিউতে এই কনসার্ট শুরু হবে।

Check Also

আমি প্রেমে পড়ি না, প্রেম আমার ওপর পড়ে-পরীমনি

শেরপুর নিউজ ডেস্ক: ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চু গানে গানে বলেছিলেন ‘আমি তো প্রেমে পড়িনি, প্রেম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 + three =

Contact Us