শেরপুর নিউজ ডেস্ক: ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চু গানে গানে বলেছিলেন ‘আমি তো প্রেমে পড়িনি, প্রেম আমার ওপরে পড়েছে।’ এ কথা যেন পুরোপুরি মিলে গেছে আলোচিত চিত্রনায়িকা পরিমনির সঙ্গে। তার ব্যক্তিগত প্রেম, বিয়ে, ডিভোর্স নিয়ে যেন আলোচনার শেষ নেই। বিভিন্ন সময় নানা ঘাত-প্রতিঘাতের মধ্যে দিয়েও যেতে হয়েছে তাকে। তবে কখনো নিরাশ হননি। অতীত নিয়ে না ভেবে ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে চান পরীমনি।
সম্প্রতি দেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে প্রেম, জীবনের ঘাত-প্রতিঘাত ও সম্ভবনার গল্প শুনিয়েছেন পরীমনি।
প্রেম নিয়ে বহুবার সমালোচনার মুখে পড়েছেন পরী। তাকে দেখে যেকোনো ছেলেই দ্রুত প্রেমে পড়েন-এমন গুঞ্জনও আছে। তিনিও নাকি দ্রুত তাদের রিসিভ করেন। এ বিষয়ে পরীমনি বলেন, ‘আমি প্রেমে পড়ি না, প্রেম আমার ওপর পড়ে। আমি সময় বুঝি না। প্রেম আমার ওপর পড়লে আমি একেবারে পিষে যাই।’