সর্বশেষ সংবাদ
Home / রাজনীতি / বিএনপির তিন সংগঠনের ঢাকা টু আগরতলা লংমার্চ আজ

বিএনপির তিন সংগঠনের ঢাকা টু আগরতলা লংমার্চ আজ

শেরপুর নিউজ ডেস্ক: ভারতে বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, জাতীয় পতাকার অবমাননার প্রতিবাদে আজ ঢাকা থেকে আগরতলা অভিমুখে লংমার্চ করবে বিএনপির তিন অঙ্গ ও সহযোগী সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।

বুধবার (১১ মার্চ) সকাল ৮টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে লংমার্চটি শুরু হবে বলে তিন সংগঠনের পক্ষ থেকে জানানো হয়। এরপর লংমার্চটি পল্টন-ফকিরাপুল-মতিঝিল-ইত্তেফাফ মোড় হয়ে ফ্লাইওভার-সাইনবোর্ড হয়ে চিটাগাং রোডে পৌঁছবে। তারপর কাঁচপুর মোড়-তারাবো-বরফা-ভুলতা গাউছিয়া-চনপাড়া হয়ে নরসিংদীর মাধবধিতে পৌঁছাবে লংমার্চটি।

পরে সেখান থেকে পাঁচদোনা-সাহেপ্রতাব ভেলানগর-ইটাখোলা-মরজাল-বারুইচা হয়ে লংমার্চটি ভৈরবে পৌঁছবে। এরপর ভৈরবে পথসভা করে লংমার্চটি আখাউরা স্থলবন্দর অভিমুখে রওনা দেবে বলে জানানো হয়।

প্রসঙ্গত, গত সোমবার এই লংমার্চ কর্মসূচি ঘোষণা করে বিএনপির এই তিন সংগঠন। এর আগে, রোববার এই তিন সংগঠন রাজধানীর বারিধারায় ভারতীয় হাইকমিশন অভিমুখে প্রতিবাদী পদযাত্রা কর্মসূচি পালন করে। পরে রামপুরা ব্রিজের কাছে পদযাত্রাটি পুলিশ আটকে দেয়। এরপর তিন সংগঠনের নেতারা হাইকমিশনে গিয়ে স্মারকলিপি দিয়ে আসেন।

Check Also

পলাতক অবস্থায়ও আওয়ামী লীগ খাসলত বদলাতে পারেনি: জামায়াত আমির

শেরপুর নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আওয়ামী শাসনামলে দেশকে অপরাধ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 3 =

Contact Us