ধুনট( বগুড়া) সংবাদদাতা:
বগুড়ার ধুনটে জমি নিয়ে পূর্ব বিরোধের জের ধরে ফয়সাল বিন ফরহাদ উৎসব নামে এক মৎস্য খামারীর পুকুর থেকে জোরপূর্বক মাছ লুটের অভিযোগ উঠেছে। মঙ্গলবার ওই মৎস্য খামারী বাদী হয়ে তিনজনকে আসামী করে ধুনট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ধুনট পৌরসভার চরপাড়া এলাকার ফরহাদ হোসেনের ছেলে ফয়সাল বিন ফরহাদ উৎসব ধুনট বাইপাস সড়কের পাশে ২১৫ শতক আয়তনের পুকুরে দীর্ঘদিন ধরে মাছ চাষ করে আসছেন। গত রবিবার জমি নিয়ে পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষরা তার পুকুর থেকে জোরপূর্বক জাল ফেলে মাছ ধরে নিয়ে যায়। এতে তার লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
এবিষয়ে মৎস্য খামারী ফয়সাল বিন ফরহাদ উৎসব বলেন, আমি আমার পৈত্রিক সম্পত্তিতে দীর্ঘ বছর ধরে মাছ চাষ করে আসছি। কিন্তু জমি নিয়ে পূর্ব বিরোধের জের ধরে চরপাড়া গ্রামের মৃত মোস্তাফিজুর রহমান মজনুর ছেলে সৌরভ রহমান লোকজন নিয়ে এসে আমার পুকুর থেকে জোরপূর্বক মাছ ধরে নিয়ে গেছে। এসময় বাধা দিতে গেলে তারা আমার ওপর আক্রমন করে। এতে আমার দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে। তাই নিরুপায় হয়ে এবিষয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি।
এবিষয়ে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম বলেন, মৎস্য খামারীর অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।