গাবতলী (বগুড়া) সংবাদদাতা : বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা বলেছেন, এদেশকে সুন্দর, সুখী ও সমৃদ্ধশালী হিসাবে গড়ে তুলতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সকল শ্রেণির অসহায়দের প্রতি সাহায্যের হাত বাড়াতে হবে। তিনি আরও বলেন, সকল সরকারি কর্মকর্তারা জনগণের সেবক। সরকারি কর্মকর্তারা জনগণের সুখ-দুখের কথা শুনবো এবং পাশে দাঁড়াবো।
তিনি মঙ্গলবার (১০ ডিসেম্বর) বগুড়ার গাবতলী উপজেলা পরিষদ চত্বরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে প্রধান উপদেষ্টার দেয়া উপহারের গৃহ ও চাবি প্রদান, মাধ্যমিক ও প্রাথমিক পর্যায়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি, ৯জন ছাত্রীকে বাইসাইকেল, ২ জন প্রতিবন্ধী ভিক্ষুকের মাঝে দোকানঘর প্রদান এবং ১২জনকে শিশু সহায়তা প্রদান অনুষ্ঠান উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
এরপর ডিসি হোসনা আফরোজা উপজেলা পরিষদে বাগান বিলাশের উদ্বোধন করেন এবং হলরুমে বিভিন্ন শ্রেণি পেশার মানুষদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন।
ইছামতি হলরুমে ইউএনও নুসরাত জাহান বন্যার সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা ম্যাজিষ্ট্রেট সাদমান আকিফ, টিএইচএ শারমিনা পারভীন শিল্পী, ইউপি চেয়ারম্যান রোকন তালুকদার, আব্দুল ওহাব মন্ডল, আব্দুল মজিদ মন্ডল, হৃদয় হোসেন গোলজার, কৃষি অফিসার মেহেদী হাসান, মহিলা বিষয়ক অফিসার মোছা. অলিফা খাতুন ওসি আশিক ইকবাল, মাধ্যমিক অফিসার তারিকুল ইসলাম প্রমুখ। সঞ্চালনায় ছিলেন সহকারি শিক্ষা অফিসার বুলবুল আহম্মেদ।