সর্বশেষ সংবাদ
Home / বিনোদন / ক্ষমা চাইলেন চিত্র নায়ক দেব!

ক্ষমা চাইলেন চিত্র নায়ক দেব!

শেরপুর নিউজ ডেস্ক :
বড়দিনের আগেই মুক্তি পাচ্ছে দেব অভিনীত সিনেমা ‘খাদান’। ছবির প্রচারে পুরো পশ্চিমবঙ্গ বাস নিয়ে ঘুরছেন চিত্র নায়ক দেব। কিন্তু এর মধ্যে কী এমন ঘটলো যে তিনি তার ভক্তের কাছে ক্ষমা চাইলেন।

মূলত, ৮ ডিসেম্বর রাজ্যের মধ্যমগ্রামে গিয়েছিলেন চিত্র নায়ক দেব। তাকে দেখতে শুরু হয় বিপুল জনসমাগম। সেখানে গিয়ে চার থেকে পাঁচ ঘণ্টা দাঁড়িয়ে ছিলেন কেউ কেউ। ভিড়ের কারণে অনেকে দেবের দেখাও পাননি। প্রিয় নায়ককে দেখতে না পেরে অনেক ভক্ত অভিমান নিয়ে বাড়ি ফিরেছেন। এই জনসমাগমের ছবি ও ভিডিও সোশাল মিডিয়ায় শেয়ার করেন মোহনা নামের এক ভক্ত। অভিমানী সুরে লেখেন, ‘স্টারডম থাকা ভালো কিন্তু এরকম দরকার নেই। তুমি দেব না হয়ে অন্য কেউ হলেও আমি তোমাকে ভালোবাসতাম। এরকম ইভেন্ট করার কী দরকার, যেখানে তোমার ভক্তরা ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকেও তোমাকে দেখতে পায় না। কাল চার ঘণ্টা দাঁড়িয়ে থেকে হাত-পা কেটে নিয়ে ফিরে এসেছি।’ভক্তের অভিমান বুঝেছেন দেব। তাই এক্স পোস্টটি শেয়ার করে তিনি লিখেছেন, ‘এমন ঘটনার জন্য আমি অত্যন্ত দুঃখিত মোহনা। ক্ষমা চাই। এর পরেরবার তোমার সঙ্গে দেখা করার আপ্রাণ চেষ্টা করব।’

বছরের শুরুতেই ‘খাদান’-এর প্রথম ঝলক প্রকাশ করেছিলেন দেব। ছবি মুক্তি পাবে ২০ ডিসেম্বর। সুজিত দত্ত পরিচালিত এ ছবিতে দেব ছাড়াও রয়েছেন যিশু সেনগুপ্ত, বরখা বিশত, ইধিকা পাল, অনির্বাণ চক্রবর্তী, স্নেহা বসু, জন ভট্টাচার্য। সূত্র : হিন্দুস্থান টাইমস।

Check Also

বিজয় দিবসে বিএনপির কনসার্টে গাইবেন জেমস-জেফাররা

শেরপুর নিউজ ডেস্ক: মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে ‘সার্বজনীন কনসার্ট’ আয়োজন করবে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five + 1 =

Contact Us