সর্বশেষ সংবাদ
Home / কৃষি / জয়পুরহাটে কমলা চাষ করে সফলতা পাচ্ছেন উদ্যোক্তা ইমরান

জয়পুরহাটে কমলা চাষ করে সফলতা পাচ্ছেন উদ্যোক্তা ইমরান

শেরপুর নিউজ ডেস্ক :

জয়পুরহাটে বাণিজ্যিকভাবে কমলা চাষ করে ব্যাপক সফলতা পাচ্ছেন উদ্যোক্তা ইমরান হোসেন উজ্জ্বল। বর্তমানে তাঁর বাগানের গাছে গাছে থোকায় থোকায় ঝুলছে কমলা। হলুদে ছেয়ে গেছে পুরো বাগান। যা দেখতেও আসছে সাধারণ মানুষ। অনেকে বাগান দেখতে এসে কমলা কিনে নিয়ে যাচ্ছে। কম খরচে বেশি লাভ হওয়ায় এখন তাঁর দেখাদেখি অনেকেই আগ্রহী হচ্ছেন এই চাষে। সংশ্লিষ্টরা বলছেন, এমন বাগান আরও গড়ে উঠলে একদিকে যেমন বেকারত্ব দূর হবে, অন্যদিকে কমবে অন্য দেশ থেকে আমদানিনির্ভরতা। পাশাপাশি বিষমুক্ত কমলা খেতে পারবে সাধারণ মানুষ।

জানা গেছে, জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার ভিকনী গ্রামের ইমরান হোসেন উজ্জ্বল ক্ষুদ্র ব্যবসা করতেন। করোনার সময় ব্যবসায় মন্দার কারণে বিপাকে পড়েন তিনি। সে সময় ইউটিউবে কমলা চাষের ভিডিও দেখে উদ্বুদ্ধ হন তিনি। পরে এক বিঘা জমিতে প্রায় দেড় লাখ টাকা খরচ করে ১০০টি বারী কমলা-২-এর চারা রোপণ করেন। এরপর তাঁকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। প্রথম মৌসুমেই তার বাগানের খরচ উঠে যায়। বর্তমানে তার বাগান ভরে গেছে হলুদ রঙের কমলায়। যা খেতে অত্যন্ত সুস্বাদু। প্রতিদিন বাগান থেকেই কমলা কিনতে আসছেন ক্রেতারা। চলতি মৌসুমে বাগান থেকে ১০০ মণ কমলা বিক্রির আশা ইমরানের।

আক্কেলপুর উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার কামনাশিস্ সরকার বলেন, ‘লেবু জাতীয় ফল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় আমরা ইমরান হোসেনকে একটি প্রদর্শনী দিয়েছিলাম। যা এতদিন পরে এসে সফলতার মুখ দেখেছে।

Check Also

২ লাখ ৩০ হাজার টন সার কিনবে সরকার

শেরপুর নিউজ ডেস্ক: দেশের কৃষিখাতে ব্যবহারের জন্য ২ লাখ ৩০ হাজার টন বিভিন্ন ধরনের সার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × five =

Contact Us