সর্বশেষ সংবাদ
Home / দেশের খবর / ভারতের পারাদ্বীপে ২ বাংলাদেশি জাহাজ, আটক ৭৮ নাবিক

ভারতের পারাদ্বীপে ২ বাংলাদেশি জাহাজ, আটক ৭৮ নাবিক

শেরপুর নিউজ ডেস্ক: বাংলাদেশি দুটি মাছ ধরার জাহাজকে ধরে নিয়ে গেছে ভারতীয় কোস্ট গার্ড। বর্তমানে জাহাজ দুটি ভারতের পূর্ব উপকূলের ওড়িশা রাজ্যের জগৎসিংহপুর জেলার পারাদ্বীপ উপকূলে আটক রয়েছে।

জাহাজ দুটিতে থাকা ৭৮ নাবিককে আটক করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় কোস্ট গার্ড। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ভারতীয় কোস্ট গার্ডের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া একটি পোস্টে জানানো হয়েছে এ তথ্য।

ফেসবুক পোস্টে আরও বলা হয়েছে, বাংলাদেশের জাহাজ দুটি ভারতের জলসীমায় গিয়ে মাছ ধরছিল। এ কারণে বিশেষ অভিযানে আটক করা হয়েছে জাহাজ দু’টিকে।

খোঁজ নিয়ে জানা গেছে, ভারতীয় কোস্ট গার্ডের হাতে আটক হওয়া জাহাজ দুটি হলো- এফভি মেঘনা-৫ ও এফভি লায়লা-২। সোমবার (৯ ডিসেম্বর) খুলনার মোংলা বন্দরের হিরণ পয়েন্টের অদূরে ফেয়ারওয়ে বয়া সংলগ্ন এলাকা থেকে জাহাজটি দুটিকে ভারতীয় কোস্ট গার্ড আটক করে নিয়ে যায়।

মেঘনা-৫ ফিশিং জাহাজের সিঅ্যান্ডএ অ্যাগ্রো লিমিটেডের ব্যবস্থাপক (অপারেশন) আনসারুল হক বলেন, “জাহাজের নাবিকরা আমাদের সঙ্গে যোগাযোগ করে ভারতীয় কোস্ট গার্ডের হাতে আটকের কথা জানিয়েছেন। আমরা বিষয়টি সামুদ্রিক মৎস্য অধিদপ্তরে লিখিতভাবে জানিয়েছি।”

নৌ-পরিবহন অধিদপ্তরের ব্যবস্থাপনা পরিচালক কমডোর মোহাম্মদ মাকসুদ আলম বলেন, “ভারতের সমুদ্রসীমার কাছ থেকে জাহাজ দুটি আটক করে নিয়ে গেছে বলে আমরা জানতে পেরেছি। কোস্ট গার্ডসহ সরকারি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো ওই দেশের সঙ্গে যোগাযোগ করছে। আমরা বিষয়টি নজরে রেখেছি।”

এ বিষয়ে চট্টগ্রামের সমুদ্র মৎস্য অধিদপ্তরের পরিচালক আব্দুস ছাত্তার জানান, “সোমবার এই খবর আসার পর থেকেই নাবিকদের ফিরিয়ে আনতে উদ্যোগ নেওয়া হয়েছে। যোগাযোগ চলছে।”

Check Also

একইদিনে ইউনিয়ন পরিষদ ও জাতীয় নির্বাচনের সুপারিশ করা হবে

শেরপুর নিউজ ডেস্ক: জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী বলেছেন, একইদিনে ইউনিয়ন পরিষদ আর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 5 =

Contact Us