সর্বশেষ সংবাদ
Home / বগুড়ার খবর / বগুড়া সদর / গণতন্ত্র ফিরিয়ে দিতে তারেক রহমান কাজ করে যাচ্ছেন : বাদশা

গণতন্ত্র ফিরিয়ে দিতে তারেক রহমান কাজ করে যাচ্ছেন : বাদশা

শেরপুর নিউজ ডেস্ক: বগুড়া জেলা বিএনপির সভাপতি ও বগুড়া পৌরসভার সাবেক মেয়র রেজাউল করিম বাদশা বলেছেন, গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে। দেশের মানুষকে গণতন্ত্র ফিরিয়ে দিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কাজ করে যাচ্ছেন। দেশের গণতন্ত্র মজবুত করতে তারেক রহমান যে রুপ রেখা দিয়েছে তা বাস্তবায়ন করতে বিএনপিকে ক্ষমতায় যেতে হবে। আর এজন্য নেতাকর্মীদের আরও ত্যাগ স্বীকার করতে হবে।

তিনি বলেন, কৃষকদল যে ভাবে কাজ করে চলেছে তাতে দেশের প্রান্তিক জনগোষ্ঠিত বিএনপির উপর আস্থা রাখতে শুরু করেছে। এর ধারাবাহিকতা রক্ষা করতে হবে। জনগনের কাছাকাছি গিয়ে তারেক রহমান তথা বিএনপির কর্মসূচি গুলো তুলে ধরতে হবে।

তিনি আজ বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে জাতীয়তাবাদী কৃষক দলের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালির আগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বগুড়া জেলা কৃষক দলের আহ্বায়ক ইঞ্জিনিয়র সাইফুল ইসলাম রনির সভাপতিত্বে ও সদস্য সচিব এনামুল হক সুমনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে তিনি আরও বলেন, বিগত ১৫ বছর বাংলাদেশের জনগণ নির্বাচিত সরকার দেখতে পারেননি।

বিনা ভোটে অবৈধভাবে আওয়ামী লীগ সরকার রাজত্ব করেছে। ক্ষমতায় থাকাকালে তারা সব সেক্টরে লুটপাট করেছে। দেশের অর্থ বিদেশে পাচার করেছে। দেশের গণতন্ত্রকে গলাটিপে হত্যা করেছে।

এ সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এড. একেএম মাহবুবর রহমান, বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক এমপি মোশারফ হোসেন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, জেলা বিএনপির সহ-সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেল, সাংগঠনিক সম্পাদক সহিদ উন-নবী সালাম, কে এম খায়রুল বাশার, বিএনপি নেতা আব্দুল মালেক, সৈয়দ আমিনুল হক সজল, শহর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, কৃষক দলের কেন্দ্রীয় পাঠাগার বিষয়ক সম্পাদক আল রাজী, বগুড়া জেলা কৃষকদলের যুগ্ন আহবায়ক কৃষিবিদ ফজলুল করিম রাঙ্গা, আবু বকর সিদ্দিক, ইকবাল হোসেন মন্ডল, এড. সানাউল সায়েম সুমন, জাহিদুল ইসলাম খান, সামিউল আলম সামি, ইঞ্জিনিয়ার মাহফুজুর রহমান, সাইফুল ইসলাম আকন্দ, রুবেল কাজী, সাইদুল ইসলাম, রাব্বু প্রমুখ।

এর আগে শহরের নবাববাড়ী সড়ক দলীয় কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয় এবং আলতাফুন্নেছা খেলার মাঠে র‌্যালির আগে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়।

Check Also

বগুড়ায় ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা উদ্বোধন

শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ায় ১০ দিনব্যাপী ‘বিসিক উদ্যোক্তা মেলা’র উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৬ ডিসেম্বর) …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 − 11 =

Contact Us