শেরপুর নিউজ ডেস্ক:
সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের বিকল্প কে? উত্তরে টাইগার ক্রীড়াপ্রেমীদের অধিকাংশই বলবেন, মেহেদী হাসান মিরাজ। তবে সাকিবের ক্যারিয়ারের ইতি ঘটার আগেই অলরাউন্ডার হিসেবে মিরাজের উত্থান। সময়ের পরিক্রমায় নিজেকে আরো শাণিত করেছেন তিনি। ব্যাট হাতে প্রতিনিয়ত সাকিবের মতই অবদান রাখছেন। এবার আইসিসি র্যাঙ্কিংয়েও পড়লো সেই সাফল্যের ছাপ।
শীর্ষ অলরাউন্ডার হওয়ার পথে বেশ এগিয়েছেন মিরাজ। এবার আইসিসির সবশেষ টেস্ট অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে দুইয়ে উঠেছেন তিনি। দুই ধাপ এগিয়েছেন টাইগার এই অলরাউন্ডার। ভারতের রবিচন্দ্রন অশ্বিনকে পেছনে ফেলেছেন। তার সামনে এখন শুধুই আরেক ভারতীয় রবীন্দ্র জাদেজা। তবে রেটিং পয়েন্টে অনেক এগিয়ে জাদেজা। ৪১৫ পয়েন্টে শীর্ষে আছেন ভারতীয় এই অলরাউন্ডার। অন্যদিকে মিরাজের পয়েন্ট মোটের ওপর ২৮৪। মিরাজের চেয়ে এক পয়েন্ট কম নিয়ে তিনে আছেন অশ্বিন।
বুধবার (১১ ডিসেম্বর) পুরুষ ক্রিকেটে র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে আইসিসি। ইংল্যান্ডের জো রুট ও নিউজিল্যান্ডের কেইন উইলিয়ামসন, দীর্ঘদিন টেস্টে ব্যাটারদের শীর্ষস্থান দখলের লড়াইয়ে ছিলেন। এবার তাদের টপকে প্রথমবার এক নম্বর ব্যাটার হয়েছেন ইংল্যান্ডের হ্যারি ব্রুক।
কিউইদের বিপক্ষে বেসিন রিজার্ভ টেস্টে যথাক্রমে ১২৩ ও ৫৫ রান করেন ব্রুক। এর সুবাদে সর্বোচ্চ রেটিং পয়েন্ট ৮৯৮ নিয়ে শীর্ষে তিনি।
এদিকে লাল-সবুজের ব্যাটারদের মধ্যে জাকের আলী অনিক সবচেয়ে বড় লাফ দিয়েছেন। ২১ ধাপ এগিয়ে ৬৩ নম্বরে উঠে এসেছেন উইকেটকিপার এই ব্যাটার। কিংস্টন টেস্টের দ্বিতীয় ইনিংসে ৯১ রান করে বাংলাদেশের জয়ে বড় অবদান রেখেছিলেন জাকের।
ব্যাটারদের তালিকায় ৬ ধাপ এগিয়ে ৬২ নম্বরে উঠেছেন মিরাজ। এ ছাড়া কিংস্টনে ৬৪ ও ৪৬ রান করে ২৩ ধাপ এগিয়ে ৭৪ নম্বরে উঠেছেন ওপেনার সাদমান ইসলাম।
অন্যদিকে ব্যাট হাতে ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাওয়া লিটন দাস (৫ ধাপ পিছিয়ে ৩৬), মুমিনুল হক (৭ ধাপ পেরিয়ে ৫৫), জাকির হাসান (২ ধাপ এগিয়ে ৯৫), মাহমুদুল হাসান জয় (১৩ ধাপ এগিয়ে ৯৮) এবং ইনজুরির কারণে মাঠের বাইরে থাকা মুশফিকুর রহিম (২ ধাপ পিছিয়ে ৩২) পিছিয়েছেন।
বোলারদের মধ্যে তাইজুল ইসলাম এবং তাসকিন আহমেদও এগিয়েছেন। তিন ধাপ এগিয়ে তাইজুল ২১ এবং ৪৯ নম্বরে আছেন তাসকিন। এ ছাড়া ৭ ধাপ এগিয়ে ৫১ নম্বরে হাসান মাহমুদ এবং ১৫ ধাপ এগিয়ে ৭৩ নম্বরে উঠে এসেছেন নাহিদ রানা। এই তালিকায় শরিফুল ইসলাম ২ ধাপ পিছিয়ে ৬৯তম স্থানে রয়েছেন।
তবে বোলারদের শীর্ষ তিনে কোনো পরিবর্তন হয়নি। জাসপ্রিত বুমরাহ, কাগিসো রাবাদা এবং জশ হ্যাজলউড; যথাক্রমে শীর্ষ তিনে আছেন।