সর্বশেষ সংবাদ
Home / দেশের খবর / টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে সবধরনের ট্রলার চলাচল বন্ধ

টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে সবধরনের ট্রলার চলাচল বন্ধ

শেরপুর নিউজ ডেস্ক:

মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘর্ষে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি মংডু শহরের নিয়ন্ত্রণ নেয়ার দাবি করেছে। এর ফলে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ২৭০ কিলোমিটার দীর্ঘ পুরো এলাকা আরাকান আর্মির দখলে চলে গেছে। পরিস্থিতির জেরে টেকনাফ উপজেলা প্রশাসন টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে সব ধরনের ট্রলার চলাচল বন্ধ ঘোষণা করেছে।

বুধবার (১১ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেন ইউএনও মো. শেখ এহসান উদ্দিন।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, গত কয়েক মাস ধরে মিয়ানমারের জান্তার সঙ্গে লড়াইয়ের পরে গত রোববার (৮ ডিসেম্বর) সকালে মংডু শহর পুরোপুরি দখলে নিয়েছেন আরাকান আর্মি। এমন সংবাদ পেয়ে বিজিবি’র অনুরোধে টেকনাফ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নাফনদী ও সাগরে

বাংলাদেশি জেলে ও সব নৌযান চলাচলে সর্তকতা জারি করা সহ সেদেশের সীমানা কাছাকাছি না যাওয়ার জন্য বলা হয়েছে। এবং সে সঙ্গে টেকনাফ – সেন্টমার্টিন নৌপথে সকল ধরনের ট্রলার চলাচলও বন্ধ ঘোষণা করা হয়েছে। আপাতত এই পথ দিয়ে কাউকে সেন্টমার্টিন যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে না। এবং এখন আপাতত এপারে কোন বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছেনা।

অপরদিকে নাফনদীতে অনুপ্রবেশ ঠেকাতে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ও কোস্ট গার্ডের সদস্যরা টহল জোরদার করেছেন।

বর্ডার গার্ড বাংলাদেশ টেকনাফ ২ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর সৈয়দ ইশতিয়াক মুর্শেদ বলেন, মিয়ানমারের রাখাইন রাজ্যে উদ্ভূত পরিস্থিতিতে টেকনাফ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত এলাকায় নাফ নদীতে টহল জোরদার করা হয়েছে।

Check Also

অপুষ্টিতে ভুগছে বাংলাদেশের ১১.৯ শতাংশ মানুষ

শেরপুর নিউজ ডেস্ক: বৈশ্বিক ক্ষুধা সূচক বা গ্লোবাল হাঙ্গার ইনডেক্স (জিএইচআই) ২০২৪ এর তথ্য অনুযায়ী, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight − one =

Contact Us