শেরপুর নিউজ ডেস্ক:
স্ট্রোকে আক্রান্ত হওয়ার জন্য কোনো নির্দিষ্ট বয়স নেই। এখন বিভিন্ন বয়সের মানুষ স্ট্রোকে আক্রান্ত হচ্ছে। আক্রান্ত রোগীর সংখ্যাও বাড়ছে। চিকিৎসকরা বলছেন, এর কারণ মাদকগ্রহণ ও অনিয়ন্ত্রিত জীবনযাপন।
ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের জরুরি বিভাগে প্রতি ১০ মিনিটে ১০ জন রোগী আসছে। এর মধ্যে আট জনই স্ট্রোকে আক্রান্ত। সারা দেশ থেকে স্ট্রোকসহ বিপুলসংখ্যক নিউরোলজিক্যাল রোগী আসছে। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলেন, ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে আগত রোগীদের ৯৯ ভাগেরই বেড দেওয়া সম্ভব হয় না।
এশিয়া মহাদেশের মধ্যে নিউরোলজিক্যাল চিকিৎসার বৃহত অত্যাধুনিক চিকিত্সাব্যবস্থা রয়েছে রাজধানী ঢাকার ৫০০ শয্যার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে। এই চিকিৎসা ঢাকাকেন্দ্রিক না করে বিভাগীয় ও জেলা পর্যায়ে সম্প্রসারণ করা জরুরি। ঢাকা মেডিক্যাল কলেজ ও বিএসএমএমইউসহ কয়েকটি সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে সীমিত পরিসরে সেবা চালু আছে। স্ট্রোকে রোগী যত দ্রুত সময়ে হাসপাতালে পৌঁছাবে, ততই দ্রুত সুস্থ হবে। চিকিৎসা যত বিলম্ব হবে, তার জটিলতা বাড়তে থাকবে।
অনেকের ধারণা, মস্তিষ্কে রক্তক্ষরণ বা স্ট্রোকের ঝুঁকি শুধু বয়স্ক ব্যক্তিদের। এ কথা কিছুটা সত্য। শিশু থেকে শুরু করে সব বয়সী স্ট্রোকে আক্রান্ত হচ্ছেন। দেশে স্ট্রোকে আক্রান্তে মানুষের মৃত্যু ও পঙ্গুত্বের হার এক নম্বরে। বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে স্ট্রোকে মৃত্যু ও পঙ্গুত্বের হার বেশি। বর্তমানে বাংলাদেশে স্ট্রোকে আক্রান্ত রোগীর সংখ্যা প্রায় ২১ লাখ। এর মধ্যে মাদকাসক্ত তরুণদের সংখ্যা বেশি। তাদের মধ্যে প্রতি চার জনের এক জন স্ট্রোকের ঝুঁকিতে রয়েছে। নিউরোলজিস্ট পদ সৃষ্টি করে স্ট্রোকসহ নিউরোলজি চিকিৎসা ব্যবস্থা বিভাগ ও জেলা পর্যায়ে সম্প্রসারণের দাবি জানিয়েছেন নিউরোলজিস্টরা। তারা বলেন, বিভাগ ও জেলা পর্যায়ে সরকারি হাসপাতালগুলোতে নিউরোলজির পূর্ণাঙ্গ চিকিৎসাসেবা ইউনিট করা জরুরি।
ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. কাজী দীন মোহাম্মদ বলেন, স্ট্রোকে আক্রান্ত ব্যাপক হারে দেখা দিয়েছে। তবে সবচেয়ে বড় উদ্বেগজনক হলো, সব বয়সের মানুষ বর্তমানে স্ট্রোকে আক্রান্ত হচ্ছে। এ কারণে ঢাকার বাইরে সরকারি হাসপাতালে আলাদা ইউনিট চালু করা জরুরি। কারণ এসব রোগী ঢাকার বাইরে থেকে আসতে দীর্ঘ সময় লাগে। এই কারণে স্ট্রোকের রোগীর জটিলতা বেড়ে যায়, মৃত্যুর ঝুঁকি থাকে। এই বিশেষজ্ঞের মতে, আক্রান্ত হওয়ার চার ঘণ্টার মধ্যে হাসপাতালে পৌঁছানো রোগীর জন্য গোল্ডেন সময়। এরপর যত বিলম্ব হবে, ততই ঝুঁকি বাড়তে থাকবে। চিকিৎসা দিয়েও সুস্থ হলেও তারা প্যারালাইজড হয়ে থাকে। এটা আরও ব্যয়বহুল ও কষ্টদায়ক পরিবারের জন্য। পরিবারের একজন কর্মক্ষম ব্যক্তি যদি স্ট্রোকে আক্রান্ত হয়, পুরো পরিবারটাই আর্থিকভাবে প্যারালাইজড হয়ে পড়ে।
ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের যুগ্ম-পরিচালক অধ্যাপক ডা. বদরুল আলম বলেন, বর্তমানে প্রচুর স্ট্রোকের রোগী আসছে। চিকিৎসাসেবা সামাল দেওয়া দুসাধ্য হয়ে দাঁড়িয়েছে। তাই স্ট্রোকের চিকিৎসা ঢাকার বাইরে সম্প্রসারণ করা ছাড়া বিকল্প নেই। বিশেষজ্ঞ ডাক্তার তৈরির ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা থাকা উচিত না। ডাক্তারদের প্রশিক্ষণে সবার সার্বিক সহযোগিতা করা উচিত। এতে মানুষ সুচিকিৎসা পাবে। বিদেশে প্রশিক্ষণ নিতে পারে সেই ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে আহ্বান জানান তিনি। অধ্যাপক ডা. বদরুল আলম বলেন, যত বেশি নিউরোলজিস্ট তৈরি হবে, দেশের মানুষ তত সুচিকিৎসা পাবে। স্ট্রোকের ইনজেকশন সহজলভ্য করার আহ্বান জানিয়ে তিনি বলেন, এটি সবার ক্রয়ক্ষমতার মধ্যে থাকা উচিত।
যে কারণে স্ট্রোক হয়: যেসব কারণে স্ট্রোক হয় তা হলো উচ্চ রক্তচাপ, অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, ধূমপান, রক্তে চর্বি আধিক্য, মদ পান, অলস জীবন, স্থূলতা, কায়িক পরিশ্রম না করা ও মাদক সেবন।
লক্ষণ ও করণীয়: স্ট্রোকের লক্ষণ সব বয়সের জন্য একই রকম-হঠাৎ মুখ বাঁকা হয়ে যাওয়া, কথা জড়িয়ে যাওয়া অথবা এক দিকের হাত-পা অবশ হয়ে যাওয়া ইত্যাদি। এমনকি কেউ কেউ অচেতনও হয়ে পড়তে পারেন, খিঁচুনিও হতে পারে। সুত্র:দৈনিক ইত্তেফাক