রহিদুর রহমান মিলন, সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধিঃ মানুষ মানুষের জন্য এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকালে প্রতিবন্ধী দুঃস্থ ও গরিব অসহায় ছেলে মেয়েদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।
মুন লাইফ বগুড়া এর সহযোগিতায় ও পল্লী স্বাস্থ্য উন্নয়ন সংস্থা সারিয়াকান্দি, বগুড়া এর আয়োজনে, পল্লী স্বাস্থ্য উন্নয়ন সংস্থার পরিচালক শাহিন ইসলাম নয়নের সভাপতিত্বে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সারিয়াকান্দি উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল হালিম।
এ সময় আরো উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ।