সর্বশেষ সংবাদ
Home / বগুড়ার খবর / বগুড়া সদর / আ. লীগ সরকারের আমলে দেশের মানুষ সব কিছু থেকে বঞ্চিত হয়েছে- মান্না

আ. লীগ সরকারের আমলে দেশের মানুষ সব কিছু থেকে বঞ্চিত হয়েছে- মান্না

শেরপুর নিউজ ডেস্ক: নাগরিক ঐক্য’র সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না বলেছেন, আওয়ামী লীগ ১৫ বছর ক্ষমতায় থেকে শুধু লুটপাটের রাজত্ব কায়েম করেছে। তারা দেশের মানুষের ভোটাধিকার হরণ করেছে। জনগণ দেশে কোন নির্বাচিত সরকার পায়নি। রাতের ভোট দিনে করে তারা অবৈধভাবে ক্ষমতায় এসেছে। সকল মন্ত্রণালয়ে তাদের নেতাকর্মীরা এককভাবে কাজ করেছে। যে কারণে দেশের ১৮ কোটি জনগণ সব কিছু থেকে বঞ্চিত হয়েছেন।

তিনি আরো বলেন, গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনার পতন হয়েছে। শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেলেও এখনও তার দোসরার দেশের বিভিন্ন স্থানে ঘাপটি মেরে বসে আছে। তারা আবারো দেশে অস্থিতিশলী পরিস্থিতি সৃষ্টির করার জন্য ষড়যন্ত্র করছে। তাদের কোন ষড়যস্ত্র আর বাস্তবায়ন হতে দেয়া যাবে না।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকেলে বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে নাগরিক ঐক্য জেলা কমিটির কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

সভায় ছাইহাটা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও নাগরিক ঐক্য বগুড়া জেলার নেতা মোঃ মতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাগরিক ঐক্য কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল্লাহ কায়সার, সাংগঠনিক সম্পাদক সাবিক আনোয়ার, কোষাধ্যক্ষ শাহনাজ হক রানু, সদস্য আব্দুর রাজ্জাক তালুকদার সজিব।

এসময় আরো বক্তব্য রাখেন নাগরিক ঐক্য ঢাকা মহানগরের নেতা এ্যাডভোকেট জাকির হোসেন, বাবুল হাওলাদার, নাগরিক ঐক্য’র নেতা ডাঃ মোহাম্মাদ সামসুল আলম মুক্তা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা এ্যাডভোকেট আবু রায়হান, নাগরিক ঐক্য বগুড়া জেলার নেতা সাইদুর রহমান সাগর, বগুড়া শহর শাখার আহ্বায়ক আবুল কালাম আজাদ, সদস্য সচিব পপি বেগম, শিবগঞ্জ উপজেলার আহ্বায়ক শহিদুল ইসলাম, ধুনটের সাধারণ সম্পাদক মুকুল হাসান বাবু প্রমুখ।

Check Also

স্বৈরশাসকের দোসররা এখনো দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে–রেজাউল করিম বাদশা

বগুড়া (সদর) প্রতিনিধিঃ বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলেছেন, দীর্ঘ সাড়ে ১৬ বছর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 5 =

Contact Us