সর্বশেষ সংবাদ
Home / অপরাধ জগত / পুলিশ ফাঁড়ির পাশে যুবককে ছুরিকাঘাতে হত্যা

পুলিশ ফাঁড়ির পাশে যুবককে ছুরিকাঘাতে হত্যা

শেরপুর নিউজ ডেস্ক:

গাজীপুরের কালিয়াকৈরে শাহিন (২৫) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার ভোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার মৌচাক পুলিশ ফাঁড়ির পশ্চিম পাশে হানিফ স্পিনিং মিলের সামনে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত যুবক তাজবির হোসেন ওরফে শিহান (২৫) উত্তরায় একটি কলসেন্টারে চাকরি করতেন।। তিনি মৌচাক জামতলা এলাকার নান্নু মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, উত্তরায় কাজে যাওয়ার জন্য ভোর সাড়ে ৫টার দিকে মৌচাক বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন তাজবির। পথে পাঁচ-ছয়জন যুবক তাঁকে ধাওয়া দিয়ে মৌচাক পুলিশ ফাঁড়ির কাছে হানিফ স্পিনিং কারখানার সামনে নিয়ে যান। একপর্যায়ে তাকে ধারালো ছুরি দিয়ে এলোপাথাড়ি আঘাত করে পালিয়ে যান। খবর পেয়ে সকাল ৭টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাজবিরকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

মৌচাক পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. মহিদুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে পূর্বশত্রুতার জেরে তাজবিরকে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ছাড়া তারা ছিনতাইকারী কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ রিয়াদ মাহমুদ জানান, দুর্বৃত্তের ছুরিকাঘাতে শিহান নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজে হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

Check Also

চুয়াডাঙ্গার শীর্ষ সন্ত্রাসী সাখাওয়াত গ্রেপ্তার

শেরপুর নিউজ ডেস্ক : অভিযান চালিয়ে চুয়াডাঙ্গার শীর্ষ সন্ত্রাসী সাখাওয়াত হোসেনকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − 6 =

Contact Us