শেরপুর নিউজ ডেস্ক: অপেক্ষার পালা শেষ, ছোট পর্দা ও ওটিটির পর এবার বড় পর্দায় পা রাখছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। ২০ ডিসেম্বর মুক্তি পাচ্ছে তাঁর অভিনীত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘প্রিয় মালতী’।
সিনেমায় নামভূমিকায় অভিনয় করেছেন এই তারকা। মালতী রানী দাশ নামে নিম্ন মধ্যবিত্ত লড়াকু নারীর চরিত্র ধারণা করেছেন মেহজাবীন। যিনি পলাশ কুমার দাশ নামে এক তরুণের সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করেছিলেন।
সমাজের আরও আট–দশটা নিম্ন মধ্যবিত্ত দম্পতির মতো সংসার জীবনের স্বপ্ন বুনছিলেন এই জুটি। বিবাহবার্ষিকীতে নৌকায় ভাসতে ভাসতে কেক কাটা, সন্ধ্যায় ঘোরাঘুরি, উপহার কিংবা স্বামী-স্ত্রীর খুনসুটি—সবকিছুই চলছিল চেনা ছন্দে।
তবে একটি বাণিজ্যিক ভবনে আগুন লাগার ঘটনায় ছন্দ কেটে যায়। কী ঘটেছিল আসলে? সেটাই সিনেমায় তুলে ধরেছেন তরুণ নির্মাতা শঙ্খ দাশগুপ্ত। এটিই তাঁর প্রথম সিনেমা।
ছবিটি প্রযোজনা করেছে ফ্রেম পার সেকেন্ড ও ওটিটি প্ল্যাটফর্ম চরকি। ১৫ বছরের অভিনয় ক্যারিয়ারে প্রথমবারের মতো দেশের সিনেমা হলে আসছেন মেহজাবীন। এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘প্রিয় মালতীর সঙ্গে দেখা হবে থিয়েটারে।’