সর্বশেষ সংবাদ
Home / বিনোদন / দক্ষিণী অভিনেতা আল্লু অর্জুন গ্রেপ্তার

দক্ষিণী অভিনেতা আল্লু অর্জুন গ্রেপ্তার

শেরপুর নিউজ ডেস্ক: ভারতের দক্ষিণী অভিনেতা আল্লু অর্জুনকে গ্রেপ্তার করেছে পুলিশ। হায়দরাবাদের ‘পুষ্পা টু’ প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে এক জনের মৃত্যু হয় এবং আহত হন বেশ কয়েক জন। সেই সময় সেখানে উপস্থিত ছিলেন অর্জুন। এই ঘটনাতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (১৩ ডিসেম্বর) হায়দরাবাদের চিক্কাদপল্লী থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে।

হায়দরাবাদ পুলিশ জানায়, থিয়েটার কর্তৃপক্ষ, আল্লু অর্জুন ও তার নিরাপত্তার দায়িত্বে থাকা টিমের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করে নিহতের পরিবার। পরে সেই অভিযোগের ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতা আইনে মামলা হয় অভিযুক্তদের বিরুদ্ধে।

বৃহস্পতিবার মামলার বিষয়ে প্রকাশ্যে আসতেই তেলাঙ্গানা হাইকোর্টের দ্বারস্থ হন আল্লু। মামলাটি তুলে নেওয়ার আবেদন জানান। যদিও আবেদনের ২৪ ঘণ্টা পেরোনোর আগেই তাকে শুক্রবার গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের আগে আল্লু অর্জুন জানিয়েছিলেন, মর্মান্তিক এই ঘটনার জন্য তিনি দায়ী নন৷ ফলে তাঁর বিরুদ্ধে পুলিশ যে মামলা দায়ের করেছে তা তুলে নেওয়া হোক৷

তবে এই ঘটনায়, অভিনেত্রী রশ্মিকা মন্দানার বিরুদ্ধে কোনো অভিযোগ দায়ের করেনি পুলিশ ৷

জানা যায়, হায়দরাবাদের ‘সন্ধ্যা থিয়েটারে’ গত ৪ ডিসেম্বর স্ক্রিনিং ছিল ‘পুষ্পা ২’-এর। সেখানে ছবির সঙ্গীত পরিচালকের সঙ্গে উপস্থিত হয়েছিলেন আল্লু অর্জুন। প্রিয় অভিনেতাকে এক ঝলক দেখতে ওই হলে মাত্রাতিরিক্ত ভিড় হয়। আল্লু অর্জুনকে এক ঝলক দেখতে বাধভাঙা উত্তেজনায় ভক্তদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায় ৷ দেখতে দেখতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়৷ পদপিষ্ট হওয়ার পরিস্থিতি তৈরি হয়।

হুড়োহুড়ির মধ্যে ওই থিয়েটারে রেবথী নামে এক মহিলা পদপিষ্ট হন৷ গুরুতর আহত অবস্থায় তাকে রেবথীকে হাসপাতালে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন৷ অন্যদিকে এ ঘটনায় গুরুতর আহত হন রেবথীর দুই সন্তানও৷ যার মধ্যে 8 বছরের সন্তান শ্রী তেজার অবস্থা আশঙ্কাজনক ছিল৷ তাকে প্রথমে দুর্গাবাই দেশমুখ হাসপাতালে ভর্তি করা হয়৷ পরে উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়।

পরে ওই নারীর পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি ২৫ লাখ টাকা দিয়ে সাহায্য করার কথা ঘোষণা করেন অভিনেতা আল্লু অর্জুন।

পুলিশ জানায়, ঘটনার দিন প্রেক্ষাগৃহে অভিনেতা যাবেন তা আগে থেকে জানানো হয়নি৷ এমনকি, হল মালিকের পক্ষ থেকেও কোনো অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থাও নেওয়া হয়নি৷

দক্ষিণের এই ছবিটি মুক্তির পর বক্স অফিস কালেকশন ইতোমধ্যে ১০০০ কোটি টাকা পেরিয়েছে। মুক্তির আগেই সব রেকর্ড ভেঙে দেওয়ার মুখে ছিল ‘পুষ্পা-২’। তবে এমন ঘটনার পর মন ভেঙেছে আল্লুর ভক্তদের।

Check Also

অভিনেত্রী শ্রাবন্তীর বিবাহবিচ্ছেদ সম্পন্ন

শেরপুর নিউজ ডেস্ক: দীর্ঘ টানাপড়েনের অবসান ঘটিয়ে শেষমেশ আইনি বিচ্ছেদের সিল পেলেন কলকাতার অভিনেত্রী শ্রাবন্তী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Contact Us