Home / রাজনীতি / আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে: জামায়াত আমির

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে: জামায়াত আমির

শেরপুর নিউজ ডেস্ক: স্বৈরাচারী শক্তি আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘দেশকে যারা সম্মান করে না, তারা দেশে কার কাছে ভোট চাইবে? এ রকম আগ্রাসী রাজনৈতিক দলকে দেশের মানুষ আর চায় না।’

শুক্রবার (১৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত জামায়াতের জেলা কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জামায়াতে ইসলামীর আমীর।

কোনো অপশক্তির কাছে বাংলাদেশ জামায়াতে ইসলামী আর কখনোই মাথা নত করবে না উল্লেখ করে শফিকুর রহমান বলেন, ‘বাংলাদেশের মানুষ দায়িত্বজ্ঞানহীন নয়, বরং ধৈর্য্যের পরিচয় দিয়ে রাষ্ট্র গঠনে ভুমিকা রাখছে।’

জামায়াতের আমির আরও বলেন, ‘খুনিরা গর্তে ঢুকেছে। কিন্তু বিদেশ বসে ষড়যন্ত্রকারীরা দেশের শান্তি বিনষ্টের চেষ্টা চালাচ্ছে। কিন্তু জামায়াতে ইসলামী দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দেশের সকল মানুষের সাথে ঐক্যবদ্ধ।’

নারী-পুরুষ সমঅধিকার প্রসঙ্গে শফিকুর রহমান বলেন, ‘জামায়াতে ইসলামী এমন বাংলাদেশ গড়ত চায়, যেখানে নারী-পুরুষের সমঅধিকার থাকবে। বৈষম্যহীন বাংলাদেশ গড়াই জামায়াতে ইসলামীর একমাত্র লক্ষ্য। সে জন্য দেশের জনগণের পূর্ণ সহযোগিতার দরকার। আর জনগণকে কাছে টানতে ইতিবাচক রাজনীতি করছে জামায়াত।’

এর আগে সকাল ৯টা থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন ঘিরে দলটির নেতা-কর্মীরা ছোট ছোট দলে মিছিল নিয়ে সমাবেশস্থলে আসেন। এতে জামায়াতের জেলা ও মহানগর পর্যায়ের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেয়।

Check Also

নির্বাচন পরবর্তীতে সংস্কার চলমান রাখবে সে নিশ্চয়তা নেই: নাহিদ ইসলাম

শেরপুর নিউজ ডেস্ক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা মনে করি জুলাই …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve − 4 =

Contact Us