রহিদুর রহমান মিলন,সারিয়াকান্দি (বগুড়া): ঢাকায় বাংলাদেশ মানবাধিকার লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন বগুড়ার সারিয়াকান্দির উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ফুল।
বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে ‘‘বিগত সরকারের মানবাধিকার লংঘন ও বর্তমানে মানবাধিকার সংরক্ষণ’’শীর্ষক আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সারিয়াকান্দি উপজেলা ও পৌর বিএনপির রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা ও মানবাধিকার সংরক্ষণ রাক্ষায় কাজ করায় সম্মাননা পেলেন সারিয়াকান্দি উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ফুল।
উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ মানবাধিকার সোসাইটির উপদেষ্টা এ্যাডভোকেট শেখ মোঃ আমির হামজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ সুপ্রীম কোটের বিচারপতি আব্দুস সালাম মামুন।প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ ফুটবল ফেডারেশনের গঠনতন্ত্র কমিটির চেয়ারম্যান ও সাবেক সচিব ড.মোহাম্মদ জকরিয়া।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব ম্যাজিস্ট্রেট মোঃ রোকন উদ-দৌলা,বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাইদুর রহমান বাচ্চু।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বাংলাদেশ মানবাধিকার সোসাইটির ভাইস চেয়ারম্যন এস এম আনোয়ার হোসেন অপু এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন, বাংলাদেশ মানবাধিকার সোসাইটির মহাসচিব,এম এইচ আরমান চৌধুরী।