সর্বশেষ সংবাদ
Home / দেশের খবর / চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে যুক্তরাষ্ট্র

চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে যুক্তরাষ্ট্র

শেরপুর নিউজ ডেস্ক: বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতির চ্যালেঞ্জ মোকাবেলায় আইন প্রয়োগকারী ও নিরাপত্তা সংস্থাগুলোর সক্ষমতা বাড়াতে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে যুক্তরাষ্ট্র।

স্থানীয় সময় বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ কথা জানিয়েছেন হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা যোগাযোগ উপদেষ্টা জন কিরবি।

হোয়াইট হাউসে আয়োজিত ব্রিফিংয়ে একজন ভারতীয় সাংবাদিক বাংলাদেশ প্রসঙ্গে প্রশ্ন করেন- গত কয়েক সপ্তাহ ধরে বেশ কয়েকটি হিন্দু আমেরিকান গোষ্ঠী হোয়াইট হাউসের বাইরে বিক্ষোভ মিছিল করছে। শেখ হাসিনার সরকারের পতনের পর বাংলাদেশে হিন্দু ও মন্দিরে হামলার প্রতিবাদে আন্দোলন করছে। প্রেসিডেন্ট (বাইডেন) কি এ বিষয়ে অবগত আছেন?

জবাবে জন কিরবি বলেন, আমরা বিষয়টি খুব, খুব, খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি এবং প্রেসিডেন্টও ঘটনাগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।

তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রীকে পদচ্যুত করার পর বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি কঠিন হয়ে পড়েছে এবং এই চ্যালেঞ্জ মোকাবেলায় তাদের আইন প্রয়োগকারী ও নিরাপত্তা সংস্থাগুলোর সক্ষমতা বাড়াতে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি।

জন কিরবি আরও বলেন, আমরা বাংলাদেশের সকল নেতৃবৃন্দের সঙ্গে আমাদের যোগাযোগের ক্ষেত্রে খুব স্পষ্ট হয়েছি যে, ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের সুরক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্তর্বর্তীকালীন সরকারের নেতারা বারবার ধর্ম বা জাতি নির্বিশেষে সমস্ত বাংলাদেশিদের নিরাপত্তা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছেন। আমরা তাদের কাজে সহায়তা করতে চাই।

Check Also

সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

শেরপুর নিউজ ডেস্ক: স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সচিবালয়ে আগুনের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 4 =

Contact Us