সর্বশেষ সংবাদ
Home / বগুড়ার খবর / শেরপুর / শেরপুর সাহিত্য চক্রের ৬২৩তম পাক্ষিক অধিবেশন অনুষ্ঠিত

শেরপুর সাহিত্য চক্রের ৬২৩তম পাক্ষিক অধিবেশন অনুষ্ঠিত

ষ্টাফ রিপোর্টার: শেরপুর সাহিত্য চক্র’এর ৬২৩তম পাক্ষিক অধিবেশন শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকাল ৩ টায় সংগঠনটির সভাপতি সুলতান মাহমুদ রনি’র সভাপতিত্বে “শেরপুর টাউন ক্লাব পাবলিক লাইব্রেরী মহিলা অনার্স কলেজ”এ অনুষ্ঠিত হয়। কবি হেলাল হাফিজ-এর মৃত্যুতে তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

স্বরচিত লেখা পাঠ করেন- মো. আব্দুস সামাদ, সাহেব মাহমুদ, আব্দুল জুব্বার, দ্বীপ সরকার, মতিউর রহমান মিলন, বিশ্বজিৎ চৌধুরী রিবর্ন, মো. মামুন চৌধুরী, মো. আমিনুল ইসলাম, গোলাম মোস্তফা, সুশীল চন্দ্র পাল, জীবন সাহা, মীর এনামুল হক, মোছা. নাছিমা আকতার জাহান আলো, মো. আব্দুল বারী, সুব্রত কুমার সেন, মো. ফেরদৌস জামান খোকন, প্রতাপ সরকার, সুমন মোহন্ত, আফিয়া আনজুম ও রাকিবুল হাসান। ইফতেখার আলম ফরহাদ’এর কবিতা আবৃত্তি অধিবেশনে ভিন্ন মাত্রা যোগ করে।

উপস্থিত ছিলেন- খন্দকার মাহবুবুর রহমান রাংগা, মো. গোলাম রসুল, অধ্যক্ষ ডা. মিজানুর রহমান, মো. আরিফুল ইসলাম, মো. শাহিন, মো. রফিকুল ইসলাম মানিক, মো. গোলাম মোস্তফা ও রনজিৎ কুমার। সমালোচনার দায়িত্ব পালন করেন, সংগঠনের অন্যতম সদস্য মতিউর রহমান মিলন। সঞ্চালনার দায়িত্বে ছিলেন, শেরপুর সাহিত্য চক্রের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী রিবর্ন।

Check Also

শেরপুরে অজ্ঞান করে ইজিবাইক চুরি, চার সদস্য গ্রেপ্তার

শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ার শেরপুরে অজ্ঞান করে দুটি ইজিবাইক চুরির ঘটনায় আন্তঃজেলা চক্রের চার সদস্যকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Contact Us