সর্বশেষ সংবাদ
Home / অর্থনীতি / ভারত থেকে ট্রেনে করে এলো ৪৬৮ টন আলু

ভারত থেকে ট্রেনে করে এলো ৪৬৮ টন আলু

শেরপুর নিউজ ডেস্ক :

সিন্ডিকেটের কবলে থাকা দেশের আলুর বাজার নিয়ন্ত্রণে ভারত থেকে বেনাপোল বন্দরে এলো ৪৬৮ মেট্রিক টন আলু। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাতে ট্রেনে করে এ আলু আমদানি করা হয়। যার প্রতিকেজি আলুর আমদানি মূল্য পড়েছে ২৭ টাকা ৬০ পয়সা।

বেনাপোল রেলওয়ের সেকেন্ড স্টেশন মাস্টার পারভিনা খাতুন বিষয়টি নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আলুগুলো মালবাহী ট্রেনে করে ভারতের মেসার্স আতিফ এক্সপোর্ট সুজাপুর কালিয়াচক মালদা শহর থেকে আমদানি হয়ে বেনাপোল রেলস্টেশনে পৌঁছেছে। আমদানিকারক প্রতিষ্ঠান রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জের মেসার্স টাটা ট্রেডার্স। শনিবার (১৪ ডিসেম্বর) বেনাপোল বন্দর অথবা নওয়াপাড়া থেকে পণ্য চালানটি খালাস হবে বলে ধারণা করা হচ্ছে।

বেনাপোল বন্দর থেকে পণ্য চালানটি খালাস করানোর জন্য প্রয়োজনীয় কাগজপত্র শুল্কভবনে দাখিল করবেন আমদানিকারকের প্রতিনিধিত্বকারী বেনাপোলের সিঅ্যান্ডএফ এজেন্ট ‘আলম অ্যান্ড সন্স।’

সিঅ্যান্ডএফ প্রতিনিধি নাজমুল আরেফিন জানিয়েছেন, ভারত থেকে ট্রেনের একটি রেকে ৪৬৮ মেট্রিক টন আলু আমদানি করা হয়েছে। পণ্য চালানটি ছাড় করানের জন্য শনিবার বেনাপোল শুল্কভবনে কাগজপত্র দাখিল করা হবে।

তিনি আরো বলেন, কাস্টমস ও রেলস্টেশনের কার্যক্রম সম্পন্নের পর বেনাপোল বন্দর অথবা নওয়াপাড়া বন্দর ঘাটে খালাস করা হবে আলুর চালান। নওয়াপাড়া থেকে এসব আলু ঢাকা এবং চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় পাঠানো হবে।

বেনাপোল রেলওয়ে স্টেশনের সেকেন্ড স্টেশন মাস্টার পারভিনা খাতুন আরো জানান, পণ্য চালানটির আমদানি মূল্য এক লাখ ৭ হাজার ৬৪০ মার্কিন ডলার। এ হিসেবে প্রতিকেজি আলুর আমদানি মূল্য দাঁড়ায় ২৭ টাকা ৬০ পয়সা। আলুর এই আমদানি চালু থাকলে দেশের বাজারে আলুর দাম কমে আসবে বলে ধারণা করছেন বাজার বিশ্লেষকরা।

উল্লেখ্য, গত ছয় মাস ধরেই দেশে আলুর বাজার ঊর্ধ্বমুখী। জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে নানা উদ্যোগ গ্রহণের ফলে অন্যান্য নিত্যপণ্যের দাম কিছুটা নিয়ন্ত্রণে আনতে পারলেও আলুর দাম কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছিল না, যার প্রভাব পড়েছে সাধারণ ভোক্তাদের উপর।

Check Also

ব্যাংকে কোটি টাকার বেশি ডিপোজিট থাকা অ্যাকাউন্ট কমেছে

শেরপুর নিউজ ডেস্ক: সেপ্টেম্বর প্রান্তিক শেষে ব্যাংক খাতে কোটি টাকার বেশি ডিপোজিট থাকা অ্যাকাউন্টের সংখ্যা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × three =

Contact Us