শেরপুর নিউজ ডেস্ক :
অভিযান চালিয়ে চুয়াডাঙ্গার শীর্ষ সন্ত্রাসী সাখাওয়াত হোসেনকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) জীবননগর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা আর্মি ক্যাম্পের লে. শাহরিয়ার হান্নান দীপ্ত।
সাখাওয়াত হোসেনের বিরুদ্ধে হত্যা, চুরি, বিস্ফোরক, অস্ত্র ও হয়রানিসহ বিভিন্ন থানায় ৫টি মামলা রয়েছে।
সেনাবাহিনীর চুয়াডাঙ্গা ক্যাম্প জানায়, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সাখাওয়াত হোসেনকে জীবননগর থেকে গ্রেপ্তার করে চুয়াডাঙ্গা আর্মি ক্যাম্পের একটি টহল দল। পরে তাকে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ ও আইনি কার্যক্রম সম্পন্নের জন্য জীবননগর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।
সাখাওয়াত হোসেন জীবননগর থানায় বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড ও চাঁদাবাজির ত্রাস হিসেবে পরিচিত। তার গ্রেপ্তারে এলাকায় স্বস্তি ফিরে এসেছে।
জীবননগর থানার ওসি মামুন হোসেন বিশ্বাস বলেন, শুক্রবার সন্ধ্যায় সাখাওয়াতকে সেনাবাহিনী থানায় হস্তান্তর করেছে। শনিবার তাকে আদালতে সোপর্দ করা হবে।
ওসি আরও বলেন, সাখাওয়াত এর আগে একটি মামলায় যাবজ্জীবন জেল খেটেছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনসহ ৫টি মামলা রয়েছে।