সর্বশেষ সংবাদ
Home / বগুড়ার খবর / বগুড়া সদর / বগুড়া লেখক চক্রের ৯৪৮তম পাক্ষিক সাহিত্য আসর অনুষ্ঠিত

বগুড়া লেখক চক্রের ৯৪৮তম পাক্ষিক সাহিত্য আসর অনুষ্ঠিত

শেরপুর নিউজ ডেস্ক: বগুড়া লেখক চক্রের ৯৪৮তম পাক্ষিক সাহিত্য আসর ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় স্থানীয় একটি হোটেলে আসরটি অনুষ্ঠিত হয়। আসরে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কবি ইসলাম রফিক। প্রধান অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা এ্যাড. পলাশ খন্দকার।

আসরে স্বরচিত লেখা পাঠ করেন সহসভাপতি কবি ওয়ায়েজ রেজা, সাবেক সহ সভাপতি কবি হাবীবুল্লাহ জুয়েল, সাবেক সাধারণ সম্পাদক ছড়াকার আমির খসরু সেলিম, অর্থ সম্পাদক কবি আমিনুল ইসলাম রনজু, আসর পরিচালনা সম্পাদক কবি আবু রায়হান, কবি সিকতা কাজল, কবি হিরণ্য হারুন, কবি সাহানা আক্তার, কবি অনন্য রাসেল, কবি শাকিবুল শাকিল ও নুসরাত জাহান।

বাংলা কবিতার রাজপুত্র কবি হেলাল হাফিজ ইন্তেকাল করায় পাক্ষিক সাহিত্য আসরটি তাকে উৎসর্গ করা হয় এবং কবি হেলাল হাফিজ এর কবিতা নিয়ে আলোচনা করেন কবি ওয়ায়েজ রেজা, কবি সিকতা কাজল, কবি আবু রায়হান, কবি হিরণ্য হারুন ও কবি ইসলাম রফিক।

সাধারণ সভায় কবি সম্মেলন পরবর্তী পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। পর্যালোচনা সভায় বক্তব্য রাখেন কবি ওয়ায়েজ রেজা, কবি হাবীবুল্লাহ জুয়েল, কবি শাকিবুল শাকিল, কবি আবু রায়হান, কবি হিরণ্য হারুন, কবি সিকতা কাজল, কবি অনন্য রাসেল প্রমুখ।

Check Also

স্বৈরশাসকের দোসররা এখনো দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে–রেজাউল করিম বাদশা

বগুড়া (সদর) প্রতিনিধিঃ বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলেছেন, দীর্ঘ সাড়ে ১৬ বছর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven + three =

Contact Us