সর্বশেষ সংবাদ
Home / বগুড়ার খবর / শিবগঞ্জ / পুলিশের কাছ থেকে আ. লীগ নেতাকে ছিনিয়ে নিল গ্রামবাসী

পুলিশের কাছ থেকে আ. লীগ নেতাকে ছিনিয়ে নিল গ্রামবাসী

শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ার শিবগঞ্জে গ্রেপ্তারের পর পুলিশের কাছ থেকে হাতকড়াসহ আওয়ামী লীগ নেতা ফারুক হোসেনকে ছিনিয়ে নিয়েছে গ্রামবাসী। পরে বাঁশঝাড় থেকে পরিত্যক্ত অবস্থায় হাতকড়া উদ্ধার করা গেলেও আসামিকে পাওয়া যায়নি।

শুক্রবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের জাবারীপুর বাজারে এ ঘটনা ঘটে।হাতকড়াসহ পালানো আসামি হলেন ফারুক হোসেন।

তিনি জাবারীপুর গ্রামের আবুল কালাম আজাদের ছেলে এবং মোকামতলা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। ফারুক হোসেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, হত্যাচেষ্টা ও নাশকতা মামলার আসামি।

স্থানীয়রা জানান, ফারুক হোসেন উপজেলার জাবারীপুর বাজারে বসে আড্ডা দিচ্ছিলেন। এ সময় শিবগঞ্জ থানার সহকারী উপরিদর্শক (এএসআই) তাহের (১) ও মোকামতলা পুলিশ তদন্তকেন্দ্রের পুলিশসহ ৭-৮ জন ফারুককে আটক করে।

পরে হাতে হাতকড়া পরিয়ে থানায় আনার সময় ওই গ্রামের ৪-৫ শ নারী-পুরুষ পুলিশকে ঘেরাও করে আসামি ছিনিয়ে নেয়। তাদের দাবি, ফারুক নিরীহ সাধারণ মানুষ। তাকে অযথা গায়েবি মামলায় আসামি করে হয়রানি করা হচ্ছে। তাকে আমরা গ্রেপ্তার করতে দেব না।
সংবাদ পেয়ে থানা থেকে প্রয়োজনীয় ফোর্স দিয়ে তাদের উদ্ধার করে। তবে ভোর পর্যন্ত ওই গ্রামে তল্লাশি চালিয়েও পুলিশ ছিনিয়ে নেওয়া আসামিকে আটক করতে পারেনি। তবে ভোর ৪টার দিকে স্থানীয় একটি বাঁশঝাড় থেকে পরিত্যক্ত অবস্থায় হাতকড়াটি উদ্ধার করেছে পুলিশ।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল হান্নান বলেন, ৪-৫ শ নারী-পুরুষ পুলিশকে আটক করে আসামি ছিনিয়ে নিয়েছে। আমাদের পুলিশ ছিল মাত্র ৭-৮ জন।

আমরা খুব দ্রুত সময়ের মধ্যে ছিনতাই হওয়া আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হবো। এ ব্যাপারে এখনো কোনো মামলা হয়নি।

Check Also

বগুড়ায় ফেসবুকে ধর্মীয় উস্কানিমূলক পোস্ট দেয়ার অভিযোগে যুবক গ্রেপ্তার

শেরপুর নিউজ ডেস্ক: ফরিদপুরের ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ধর্মীয় উস্কানিমূলক পোস্ট প্রদান …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen + twenty =

Contact Us