শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ার শেরপুরে জামায়াতের সদস্য (রুকন) সম্মেলন শনিবার (১৪ ডিসেম্বর) শহরের হামছায়াপুরস্থ দলীয় কার্যালয়ে অনুুষ্ঠিত হয়।
শেরপুর উপজেলা জামায়াতের আমির শিল্পপতি আলহাজ¦ দবিবুর রহমানের সভাপতিত্বে ওই সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল হক সরকার। তিনি তাঁর বক্তৃতায় বলেন, বাংলাদেশকে একটি কল্যাণ রাস্ট্র প্রতিষ্ঠায় জামায়াতের নেতাকর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। নিজেদের জান-মাল ব্যয় করে এই কাজটি করছেন তারা। কোনো বাধাই তাদের দমাতে পারবে না। দলটির নেতারা অন্যায়ের সঙ্গে আপোস করেননি। তাই তাঁদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে বিচারের নামে প্রহসন করা হয়। এমনকি অবৈধভাবে ফাঁসির রশিতে ঝুলিয়ে দলের শীর্ষ নেতাদের হত্যা করা হয়েছে। দেশে ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে এই খুনের বদলা নেওয়া হবে।
উপজেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল্লাহ আল মোস্তাফিধ নাসিমের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন বগুড়া জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক আব্দুল বাছেদ, আব্দুল হাকীম, সেক্রেটারি মাওলানা মানছুরুর রহমান, জেলা জামায়াতের নেতা অধ্যাপক নাজিমুদ্দিন, এ্যাড. আব্দুল হালীম। এছাড়া অন্যান্যদের মধ্যে উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা নাজমুল হক, রেজাউল করিব বাবলু, সহকারি সেক্রেটারি আনিছুর রহমান, শাহীন আলম, প্রচার সম্পাদক ইফতেখার আলম, জামায়াত নেতা আফছার উদ্দিন আহম্মেদ, আলতাব হোসেন, অধ্যক্ষ সেখ আব্দুল মান্নান, বজলুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। সম্মেলনের শুরুতেই পবিত্র কোরআন থেকে তাফসির করা হয়। এতে উপজেলার পৌরসভাসহ দশটি ইউনিয়নের জামায়াতের সদস্যরা (রুকন) অংশ নেন।