সর্বশেষ সংবাদ
Home / বিনোদন / ৩২ নম্বরে শ্রদ্ধা জানাতে গিয়ে চিত্রনায়িকা মিষ্টি সুভাষ আটক

৩২ নম্বরে শ্রদ্ধা জানাতে গিয়ে চিত্রনায়িকা মিষ্টি সুভাষ আটক

শেরপুর নিউজ ডেস্ক: রাজধানীর ধানমন্ডি ৩২-এ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে গিয়ে আটক হয়েছেন বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের নেত্রী এবং নায়িকা ও মডেল মিষ্টি সুভাষ। এ সময় তার সঙ্গে থাকা আরও এক নারীকে আটক করা হয়েছে। জানা গেছে, গতকাল শনিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় ধানমন্ডি ৩২-এর সামনে রাখা পুলিশের নিরাপত্তাবেষ্টনী পার হয়ে ভেতরে প্রবেশ করলে স্থানীয় লোকজন তাদের আটক করে পুলিশে দেন।

আরও জানা গেছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৮তম জন্মদিন পালন করতে গত ২৯ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) কেক নিয়ে হাজির হয়েছিলেন মডেল মিষ্টি সুভাষ।

ওই দিন সাংবাদিকদের মিষ্টি সুভাষ বলেছিন, ‘আমার নেত্রীর নাম জননেত্রী শেখ হাসিনা। আমি আমার নেত্রীর জন্মদিনের কেক কাটার জন্য টিএসসিতে এসেছি। কারণ, এই জায়গায় তাঁকে অসম্মান করা হয়েছে। যেখানে তাঁকে অসম্মান করা হয়েছে আমি সেখানে তাঁকে সম্মান জানাতে এসেছি।’

টিএসসিতে ওই দিন হেনস্তার শিকারও হয়েছিলেন মিষ্টি সুভাষ। সেদিনের একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে আলোচনায় আসেন এ অভিনেত্রী।

এদিকে গতকাল আওয়ামী লীগ বা দলটির কোনো সংগঠন ধানমন্ডি-৩২ নম্বরে আসতে পারে- এমন আশঙ্কা থেকে সেখানে ভোর থেকেই অবস্থান নেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা। সেখানে থাকা আসাদুজ্জামান নামের এক ব্যক্তি জানান, মিষ্টি সুভাষকে তারা আগে থেকেই চিনতেন। অভিনেত্রী আওয়ামী লীগের আরেক কর্মীকে সঙ্গে নিয়ে ধানমন্ডি-৩২ নম্বরের বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা করলে সেখানে থাকা লোকেরা তাদের চিনতে পারেন এবং আটক করে পুলিশে দেন।

Check Also

ছেলেকে নিয়ে বিজয় দিবস উদযাপন করলেন বুবলী

শেরপুর নিউজ ডেস্ক: ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর মহান মুক্তিযুদ্ধে বিজয়ের মাধ্যমে আমরা অর্জন করি। মহান …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 − one =

Contact Us