শেরপুর নিউজ ডেস্ক: তিন দিনের সফরে ঢাকায় এসেছেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তা।
শনিবার (১৪ ডিসেম্বর) রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে ফুল দিয়ে স্বাগত জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জানানো হয়, প্রেসিডেন্ট হোর্তা বিমানবন্দরে পৌঁছালে তাকে গার্ড অব অনার ও লাল গালিচা অভ্যর্থনা দেওয়া হয়।
অন্তর্বর্তীকালীন সরকারের একাধিক উপদেষ্টা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা সেসময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন।
প্রধান উপদেষ্টার দপ্তর বলেছে, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের দীর্ঘদিনের বন্ধু জোসে রামোস হোর্তা এক দশক পর ঢাকায় এসেছেন।
গত বৃহস্পতিবার এক ব্রিফিংয়ে পূর্ব তিমুরের প্রেসিডেন্টের সফরে দুই দেশের মধ্যে ভিসা অব্যাহতি চুক্তি সই হবে বলে জানিয়েছিলেন পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন।
এ ছাড়া ফরেন অফিস কনসালটেশন (এফওসি) সংক্রান্ত সমঝোতা স্মারক সই হওয়ার সম্ভাবনার কথাও বলেন তিনি।