শেরপুর নিউজ: বগুড়ার শেরপুর থানা পুলিশ অভিযান চালিয়ে এজাহার নামীয় আসামী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মো. হাফিজার রহমান টিটু (৩৫) কে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত টিটু শেরপুর উপজেলার গাড়ীদহ ইউনিয়নের দড়িপাড়া গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে এবং গাড়ীদহ ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি বলে জানা গেছে।
শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, তার বিরুদ্ধে শেরপুর থানায় গত ১৫ নভেম্বর দায়ের করা মামলা (জিআর নং ৩১৮) রয়েছে। ওই মামলায় তিনি এজাহারনামীয় আসামী। তাকে গ্রেফতারের পর আদালতে পাঠানো হচ্ছে।