সর্বশেষ সংবাদ
Home / রাজনীতি / খুলনা রেলস্টেশেনে স্ক্রিনে ভেসে উঠলো ‘ছাত্রলীগ ভয়ংকর রূপে ফিরবে’

খুলনা রেলস্টেশেনে স্ক্রিনে ভেসে উঠলো ‘ছাত্রলীগ ভয়ংকর রূপে ফিরবে’

খুলনা রেলস্টেশনে মূল ফটকের সামনে ডিজিটাল ব্যানারে ‘ছাত্রলীগ ভয়ংকর রূপে ফিরবে’ বলে একটি লেখা প্রচার হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) রাতে কিছু সময়ের জন্য এটি চলে।

জানা যায়, সন্ধ্যার পর খুলনা রেলস্টেশনের মূল ফটকে ডিজিটাল ব্যানারে হঠাৎ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগকে নিয়ে একটি লেখা প্রচার হতে থাকে। সেখানে লেখা ছিল, ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে। জয় বাংলা জয় বঙ্গবন্ধু শেখ হাসিনা আবার আসবে।’ পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং স্থানীয় বিএনপি নেতাকর্মীরা রেলস্টেশনে যান। সেখানে তারা এ ঘটনায় বিক্ষোভ করেন। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পুলিশ জিজ্ঞাসাবাদ করে রেলস্টেশন থেকে একজনকে আটক করে।

এসময় বিক্ষুব্ধ ছাত্র-জনতা বলেন, কে বা কাদের ইন্ধনে এমন দুঃসাহসিক কাজ করল তার সুষ্ঠু তদন্ত করে বিচারের আওতায় আনার জোর দাবি জানাই। স্বৈরাচারের দোসর ও দালালদের কঠিন বিচার করতে হবে। এদের কঠিন শাস্তির দাবি জানাচ্ছি।

রেলওয়ে থানা পুলিশের ওসি জানান, ডিজিটাল প্যানা নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা করা হবে বলে জানিয়েছে খুলনা সদর থানা পুলিশ।

এদিকে রেলওয়ে পশ্চিমাঞ্চলের ব্যবস্থাপক মামুনুল ইসলাম বলেন, এ ঘটনায় পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Check Also

৩শ’ আসনে প্রার্থী দিবে ইসলামী আন্দোলন বাংলাদেশ

শেরপুর নিউজ ডেস্ক: স্বাধীনতার ৫৩ বছরে বহু সরকার পরিবর্তন হয়েছে, তবে দেশে ইসলামি শাসন দেখি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 1 =

Contact Us