সর্বশেষ সংবাদ
Home / বিনোদন / সুখবর দিলেন মিষ্টি জান্নাত

সুখবর দিলেন মিষ্টি জান্নাত

শেরপুর নিউজ ডেস্ক: সময়ের আলোচিত নাম চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। চলতি বছর তিনি দেশ সেরা নায়ক শাকিব খান, উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় ও চিত্রনায়িকা তমা মির্জাকে ঘিরে তুমুল আলোচনায় ছিলেন।

যদিও সেই আলোচনা অনেক আগেই শেষ হয়েছে। তবে এখনো আলোচনায় মিষ্টি জান্নাত। বেশ কয়েক মাস ধরে দুবাইতে অবস্থান করছেন এই অভিনেত্রী। কাজ ও অবকাশযাপন মিলিয়েই সময় কাটছে তার। সেখান থেকে নায়িকা দিলেন সুখবর।

দেশের বাইরে থাকলেও কাজের সম্মাননা হিসেবে নিউইয়র্কে অনুষ্ঠিত ‘এটিভি ইউএসএ আইকনিক অ্যাওয়ার্ড’-সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন মিষ্টি জান্নাত। শিগগিরই দুবাই ও মালয়েশিয়া থেকেও সেরা অভিনেত্রীর পুরস্কার পেতে যাচ্ছেন বলে জানিয়েছেন ‘লাভ স্টেশন’ ছবির এ নায়িকা। পাশাপাশি ব্যস্ত আছেন স্টেজ শো নিয়েও।

এদিকে সম্প্রতি দুবাইয়ে ড্রাইভিং লাইসেন্স পেয়েছেন। স্বাস্থ্য অ্যাসোসিয়েশন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।

নায়িকার পাশাপাশি মিষ্টি জান্নাত একজন দন্ত চিকিৎসকও। বাংলাদেশে রয়েছে তার দন্ত ক্লিনিক। এবার নিউইয়র্কেও ক্লিনিক করার পরিকল্পনা করছেন মিষ্টি।

মিষ্টি জান্নাত বলেন, অবকাশযাপনে বিদেশে এলেও কাজ নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছি। এরই মধ্যে কয়েকটি সুখবর পেয়েছি। এই মুহূর্তে নিউইয়র্কে ক্লিনিক দেওয়ার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছি। সামনে আরও সুখবর আসছে।

Check Also

ছেলেকে নিয়ে বিজয় দিবস উদযাপন করলেন বুবলী

শেরপুর নিউজ ডেস্ক: ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর মহান মুক্তিযুদ্ধে বিজয়ের মাধ্যমে আমরা অর্জন করি। মহান …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen + fifteen =

Contact Us