সর্বশেষ সংবাদ
Home / দেশের খবর / সাড়ে ৪ বছর পর সশরীরে ওয়াজ করবেন মিজানুর রহমান আজহারী

সাড়ে ৪ বছর পর সশরীরে ওয়াজ করবেন মিজানুর রহমান আজহারী

শেরপুর নিউজ ডেস্ক: দীর্ঘ সাড়ে ৪ বছর পর দেশে অনুষ্ঠিতব্য একটি ইসলামি মাহফিলে প্রধান মুফাসসির হিসেবে সশরীরে যোগ দেবেন জনপ্রিয় ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারি। মাহফিলটি যৌথভাবে আয়োজন করেছে মরহুম মাওলানা শহীদ উল্লাহ স্মৃতি সংসদ ও কক্সবাজারের পেকুয়া সমাজ উন্নয়ন পরিষদ।

এ মাহফিলটি আগামী ২৭ ডিসেম্বর (শুক্রবার) কক্সবাজারের পেকুয়ায় সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে। মাহফিলে ড. মিজানুর রহমান আজহারী ছাড়াও আলোচিত বক্তা শায়খ মুফতী কাজী ইব্রাহিম, মাওলানা আব্দুল্লাহ আল আমীন, শায়খ মুফতী জসিম উদ্দিন রহমানী, আল্লামা কামরুল ইসলাম সাঈদ আনসারী, হাফেজ মুফতী আমীর হামজা, এবং কুষ্টিয়ার মাওলানা সাদিকুর রহমান আজহারী অংশ নেবেন।

মাহফিল কমিটির সদস্য মিজানুর রহমান জানান, মাহফিলের সকল মুফাসসিরই উপস্থিত থাকবেন। তিনি সুষ্ঠুভাবে মাহফিল সম্পন্ন করার জন্য সবার সহযোগিতা কামনা করেছেন এবং উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।

এদিকে, মুফতী আমীর হামজা তার ফেসবুক পেজে জানিয়েছেন, তিনি কক্সবাজারের মাহফিলে উপস্থিত থাকতে পারবেন না। তবে তিনি মাহফিলটির সাফল্য কামনা করেছেন। একইদিন তিনি চুয়াডাঙ্গার বিষ্ণুপুর এবং কুষ্টিয়ার পাটিকাবাড়ির মাহফিলে অংশগ্রহণ করবেন।

মাহফিলটি মরহুম মাওলানা শহীদ উল্লাহ’র ২য় ইছালে সাওয়াব ও ৮ম তাফসীরুল কুরআন মাহফিল উপলক্ষে আয়োজন করা হচ্ছে। আয়োজকরা আশা করছেন, এটি একটি ঐতিহাসিক মাহফিল হবে এবং ইসলামের মেসেজ ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Check Also

বুধবার মিশর যাচ্ছেন প্রধান উপদেষ্টা

শেরপুর নিউজ ডেস্ক: প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আগামী বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) মিশরের কায়রোতে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × three =

Contact Us