সর্বশেষ সংবাদ
Home / বগুড়ার খবর / বগুড়া সদর / বগুড়ায় র‌্যাবের পরিচয়ে এক ছাত্রকে অপহরণ করে মুক্তিপণ দাবি, এক নারী গ্রেপ্তার

বগুড়ায় র‌্যাবের পরিচয়ে এক ছাত্রকে অপহরণ করে মুক্তিপণ দাবি, এক নারী গ্রেপ্তার

শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ায় র‌্যাবের পরিচয়ে এক কলেজ ছাত্রকে অপহারণ করে মুক্তিপণ দাবি করার ঘটনা ঘটেছে। এই ঘটনায় পুলিশ এক নারীকে গ্রেপ্তার করেছে। অপহৃত ছাত্র গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই এলাকার মৃত. হাবিল সরকারের ছেলে মো. ফেরদৌস সরকার (২৫)।

পুলিশ জানিয়েছে গত শুক্রবার রাত ২ টার দিকে র‌্যাবের পোশাক পরিহিত ৫ থেকে ৬ জন অজ্ঞাত ব্যক্তি নিজেদেরকে র‌্যাব পরিচয় দিয়ে মো. ফেরদৌস সরকারকে অপহরণ করে ৭ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। ফেরদৌসের পরিবার এরই মধ্যে ৩ লাখ টাকা নগদ ও বিকাশের মাধ্যমে প্রদান করেন।

বগুড়া সদর থানায় একটি মামলা দায়ের হয়। পুলিশ নগদ ও বিকাশ নাম্বারে ফাঁদ পেতে বিকাশের টাকা নিতে আসা একজন নারীকে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানা পুলিশের মাধ্যমে গ্রেপ্তার করে। জনগণের সহযোগিতায় ফেরদৌসকে উদ্ধার করা হয়েছে। সে বর্তমানে নরসিংদী জেলার মাধবদি থানা হেফাজতে রয়েছে।

Check Also

আ. লীগ সরকারের আমলে দেশের মানুষ সব কিছু থেকে বঞ্চিত হয়েছে- মান্না

শেরপুর নিউজ ডেস্ক: নাগরিক ঐক্য’র সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না বলেছেন, আওয়ামী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve − 10 =

Contact Us