সর্বশেষ সংবাদ
Home / বিনোদন / বিজয় দিবসে লন্ডন মাতাবে চিরকুট

বিজয় দিবসে লন্ডন মাতাবে চিরকুট

শেরপুর নিউজ ডেস্ক: মহান বিজয় দিবসে (১৬ ডিসেম্বর) লন্ডনে অনুষ্ঠিত হতে যাচ্ছে চিরকুট-এর সলো কনসার্ট ‘লাভ বাংলাদেশ’। ‘আহারে জীবন’, ‘যাদুর শহর’, ‘খাজনা’, ‘কানামাছি’ ও ‘দুনিয়া’সহ চিরকুটের জনপ্রিয় সব গান সরাসরি শুনবেন লন্ডনের প্রবাসী বাঙালিরা।

যুক্তরাজ্য থেকে তথ্যটি নিশ্চিত করেছেন অনুষ্ঠানের আয়োজক ইভেনেরটর কর্ণধার আবদুল্লাহ মাহমুদ। তিনি জানান, লন্ডনের রমফোর্ড এর মে ফেয়ার ভেন্যুতে বিজয় দিবসের দিন স্থানীয় সময় বিকেল সাড়ে চারটা থেকে রাত দশটা অব্দি চলবে কনসার্ট। প্রবাসী বাংলাদেশিসহ সকলের জন্য উন্মুক্ত এ কনসার্টে থাকছে না কোন টিকেট। তবে রেজিস্ট্রেশন করতে হবে।

কনসার্টে ইন্টারন্যাশনাল মিউজিশিয়ানদের সাথে কোলাবোরেশান করবে চিরকুট। কনসার্টটি নিয়ে সুমি গণমাধ্যমকে বলেন, ‘বাংলাগানকে বিশ্বের কাছে পৌঁছে দিতে আমরা ইন্টারন্যাশনাল কোলাবোরেশান করেছি বিভিন্নসময়। এবারও তাই হবে, বিভিন্ন দেশের আর্টিস্টরা পারফর্ম করবেন আমাদের সাথে।’

চিরকুট আরও জানায়, কনসার্ট শেষেই দেশে ফিরবে চিরকুট। এছাড়া আসছে ২১ ডিসেম্বর জুলাই বিপ্লবে আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের জন্য চ্যারিটি কনসার্টে আর্মি স্টেডিয়ামে গাইবে চিরকুট।

Check Also

ছেলেকে নিয়ে বিজয় দিবস উদযাপন করলেন বুবলী

শেরপুর নিউজ ডেস্ক: ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর মহান মুক্তিযুদ্ধে বিজয়ের মাধ্যমে আমরা অর্জন করি। মহান …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − thirteen =

Contact Us