সর্বশেষ সংবাদ
Home / রাজনীতি / সরকার চাইলে আরও আগেই নির্বাচন সম্ভব: খন্দকার মোশাররফ

সরকার চাইলে আরও আগেই নির্বাচন সম্ভব: খন্দকার মোশাররফ

শেরপুর নিউজ ডেস্ক: নির্বাচনের সময় নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য ইতিবাচক। তবে সরকার আন্তরিক হলে আরও আগেই নির্বাচন দেওয়া সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

সোমবার (১৬ ডিসেম্বর) সকালে বিজয় দিবসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে এসে এ কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য।

এ সময় ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, সংস্কার যুগ যুগ ধরে চলবে। সময়ের চাহিদায় সংস্কার করতে হবে। নির্বাচনের সময় নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য ইতিবাচক। তবে সরকার আন্তরিক হলে আরও আগেই নির্বাচন দেওয়া সম্ভব।

এ সময় বিএনপি নেতা মির্জা আব্বাস বলেন, ‘নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যকে স্বাগত জানাই। আশা করি সরকার সুষ্ঠু নির্বাচন দিয়ে জনগণের হাতে ক্ষমতা দেবে।’

দেশের অর্থনৈতিক অবস্থা খারাপ দাবি করে মির্জা আব্বাস বলেন, ‘এ সময়ে দেশে রাজনৈতিক সরকার দরকার।’

উপদেষ্টাদের উদ্দেশ্য করে মির্জা আব্বাস আরও বলেন, ‘রাজনৈতিক নেতাদের সম্মান দিয়ে কথা বলতে হবে। বিএনপি ক্ষমতায় যেতে নয়, সাধারণ মানুষের অধিকার আদায় করতে চায়।’

এ ছাড়া নির্বাচন নিয়ে শুধু ধারণা নয়, দিন তারিখসহ নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যপ তুলে ধরার দাবি করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।

Check Also

শিক্ষার্থীদের দলের আত্মপ্রকাশ জানুয়ারি কিংবা ফেব্রুয়ারিতে

শেরপুর নিউজ ডেস্ক: আগামী জানুয়ারি কিংবা ফেব্রুয়ারির শুরুতে রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশের লক্ষ্য নিয়ে এগোচ্ছে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × one =

Contact Us