রহিদুর রহমান মিলন, সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধিঃ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস বাঙ্গালির অহংকার ও গৌরবোজ্জ্বল এক অধ্যায়। দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী সশস্ত্র সংগ্রামের মাধ্যমে ১৯৭১ সালের এই দিনে বিশ্বের মানচিত্রে অভ্যুদয় হয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশের। এই দিনের স্মরণে বগুড়ার সারিয়াকান্দিতে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে ১৬ ডিসেম্বর- মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
সোমবার সূর্যােদয়ের সাথে সাথে ৩১বার তােপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা হয়। সকাল ৬ টায় পাবলিক মাঠে শহীদ মিনারে উপজেলা প্রশাসনের পক্ষে পুষ্পস্তবক অর্পন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার রহমান। পর্যায়ক্রমে উপজেলা মক্তিযোদ্ধা কমান্ডার সংসদ, থানা প্রশাসন, উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠন, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও সকল প্রেসক্লাব এবং শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন শেষে আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। সকাল ১১ টায় বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়।
এছাড়াও শিশুদের জন্য মুক্তিযুদ্ধভিত্তিক চিত্রাংকন প্রতিযােগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়।